পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরিবেশ দিবসে যৌনপল্লির বৃদ্ধাদের চারাগাছ ও খাদ্যসামগ্রী বিলি রেঞ্জারের - পরিবেশ দিবসে যৌনপল্লির বৃদ্ধাদের চারাগাছ

লকডাউনে রুটিরুজিতে টান পড়েছে যৌনপল্লির বাসিন্দাদের ৷ তাদের পাশে দাঁড়াতে খাদ্যসামগ্রী দান করলেন বনদপ্তরের আধিকারিক সঞ্জয় দত্ত ৷

On the environment day, the ranger of the forest department gave plants and food items to the old women of the red light area in jalpaiguri
পরিবেশ দিবসে যৌনপল্লির বৃদ্ধাদের চারাগাছ ও খাদ্যসামগ্রী দিলেন বনদপ্তরের রেঞ্জার

By

Published : Jun 6, 2020, 8:36 AM IST

জলপাইগুড়ি, 6 জুন : বিশ্ব পরিবেশ দিবসের দিনে একটি করে গাছের চারা আর খাদ্যসামগ্রী নিয়ে হাজির বনদপ্তরের আধিকারিক । বনদপ্তরের আধিকারিকের দেওয়া খাদ্যসামগ্রী পেয়ে আপ্লুত জলপাইগুড়ির যৌনপল্লির বাসিন্দারা । বেঁচে থাকার জন্য যেমন প্রয়োজন খাদ্যের , তেমনি বেঁচে থাকার জন্য প্রয়োজন গাছেরও ৷ তাই এই উদ্যোগ । জানালেন বনদপ্তরের আধিকারিক সঞ্জয় দত্ত ।

লকডাউনে রুটিরুজিতে টান পড়েছে জলপাইগুড়ির যৌনপল্লির বাসিন্দাদের । গতকাল জলপাইগুড়ি যৌনপল্লি এলাকায় বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী প্রদান করলেন বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত । পাশাপাশি দিলেন গাছের চারা ৷ এছাড়াও কোরোনার হাত থেকে বাঁচতে সুরক্ষার কাজে অন্তত প্রয়োজনীয় সাবান, স্যানিটাইজ়ার ও একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় যৌনকর্মীদের মধ্যে । জলপাইগুড়ির দিনবাজারের 200 জন যৌন কর্মীকে এই খাদ্যসামগ্রী বিলি করেন বেলাকোবার রেঞ্জার তথা উওরবঙ্গের স্পেশাল ট্রাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত । সামাজিক দূরত্ব বজায় রেখে সবার হাত স্যানিটাইজ় করে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় ।

এবিষয়ে সঞ্জয় দত্ত বলেন, " আজ যৌনপল্লির বাসিন্দাদের এক বস্তা করে চাল, এক কেজি ডাল, তেল, সোয়াবিন, মুড়ি, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হল । বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে তাঁদের একটি করে গাছের চারাও দেওয়া হয়েছে । পরিবেশকে আমাদের বাঁচাতে হবে । খাদ্যসামগ্রীর পাশাপাশি আমাদের বেঁচে থাকার জন্য গাছটাও দরকার ৷ তাই আজ গাছ দিলাম । আমি ব্যক্তিগত উদ্যোগে ও কিছু মানুষের সাহায্য নিয়ে এই গরিব অসহায় যৌনপল্লিতে বসবাসকারী বৃদ্ধাদের সাহায্য করা হল । আমি চাই আরও মানুষ এগিয়ে আসুক ৷ তাহলে কিছু মানুষের উপকার হবে । "

ABOUT THE AUTHOR

...view details