পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বুদ্ধ পূর্ণিমায় কোরোনামুক্ত পৃথিবীর প্রার্থনা জলপাইগুড়ির গুম্ফায় - বুদ্ধ পূর্ণিমায় কোরোনা মুক্ত পৃথিবীর প্রার্থনা

গুম্ফার ভিতরে মন্ত্র উচ্চারণ হল । কোরোনা মুক্ত পৃথিবীর প্রার্থনাও হল। তবে, লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রাখতে বৌদ্ধ মন্দিরের ভিতরে গিয়ে বুদ্ধ দর্শন নিষিদ্ধ ছিল আজ।

Buddha Purnima prays to relief from Corona
জলপাইগুড়ি

By

Published : May 8, 2020, 12:26 AM IST

জলপাইগুড়ি, 7 মে: বৌদ্ধ গুম্ফার ভিতরে মন্ত্র উচ্চারণ হচ্ছে কিন্তু সেখানে এসে বুদ্ধের দর্শন নিষেধ। বাড়িতেই পুজো করার আর্জি জানিয়ে রেখেছিলেন বৌদ্ধ ভিক্ষুকরা। ফলে বৌদ্ধ মন্দিরে ছিল না ভিড়। এমনই ছবি দেখা গেল বুদ্ধ পূর্ণিমার দিনে।

কোরোনা সংক্রমণের জেরে লকডাউন চলছে দেশজুড়ে। এমন পরিস্থিতিতে কোনওরকম অনুষ্ঠানের আয়োজন করল না গুম্ফা কর্তৃপক্ষ। তবে, মারণ ভাইরাসের সংক্রমণ থেকে গোটা বিশ্ব যেন রেহাই পায়, আজ এই প্রার্থনা করলেন গুম্ফার বৌদ্ধ ভিক্ষু লামা ছোডি ওয়াংচুক।

সাধারণত বুদ্ধ জন্মজয়ন্তীতে প্রতিবছর জলপাইগুড়ি শহরে বর্ণাঢ্য় মিছিল বের করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। কিন্তু, কোরোনার প্রকোপে সামাজিক দূরত্ব বজায় রাখতে আজ জলপাইগুড়ি শহরের দিচেন ছাউলিং গুম্ফা থেকে কোনওরকম মিছিল বের করা হয়নি। তবে, শহরের রেসকোর্স পাড়ার পরিচিত গুম্ফার বৌদ্ধ ভিক্ষু লামা ছোডি ওয়াংচুক মন্ত্র উচ্চারণে প্রার্থনা করেন। যাতে পুণ্যার্থীরা মঠে না আসেন আগে থেকে নিষেধাজ্ঞা জারি করে তার ব্যবস্থাও করা হয়েছিল। ফলে দেখা যায়নি চেনা ভিড়।

বৃ্হস্পতিবার বৌদ্ধ ভিক্ষু লামা ছোডি ওয়াংচুক জানান, "আমরা আজ কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বুদ্ধের কাছে প্রার্থনা করেছি। পাশাপাশি সবাইকে গুম্ফায় আসতে বারণ করা হয়েছিল। বাড়িতে যে যার মতো পারে পুজো করার আর্জি জানানো হয়েছিল।"

ABOUT THE AUTHOR

...view details