পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাইয়ের হাতে দাদা খুন

দাদাকে কুপিয়ে খুন ভাইয়ের । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ছবি
ছবি

By

Published : Jan 5, 2021, 4:54 PM IST

জলপাইগুড়ি, 5 জানুয়ারি : পারিবারিক অশান্তির জেরে দাদাকে কুড়োল দিয়ে কুপিয়ে খুন করল ভাই । ঘটনাটি ডুয়ার্সের মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেতগুড়ি চাবাগানের জামাল লাইন শ্রমিক বস্তিতে। মৃত ব্যক্তির নাম সুরেশ গৌড় (41)। অভিযুক্ত ভাইয়ের নাম সঞ্জয় গৌড় ।

মৃতের এক আত্মীয় প্রভু গৌড় অভিযোগ করে বলেন, “মৃত ব্যক্তি সম্পর্কে দাদা হলেও আমরা চাবাগানের অন্য শ্রমিক মহল্লায় থাকি । দাদা খুন হয়েছে বলেে আজ সকাল বেলায় খবর পাই । এরপর পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ।" চা বাগানের অপর এক শ্রমিক সুমন মিঞাঁ জানান, মৃত সুরেশ গৌড় চাবাগানের স্থায়ী শ্রমিক ছিলেন। জামাল লাইন শ্রমিকবস্তিতে শ্রমিক আবাসনে থাকত। সাথে ভাই সঞ্জয় তার পরিবার নিয়ে থাকত। সঞ্জয়ের চাবাগানে কাজ ছিল না। গত দুইদিন ধরে দুই ভাইয়ের মধ্যে অশান্তি চলছিল। গতকাল রাতেও দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর সুরেশ তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। এরপর ভাই সঞ্জয় একটি কুড়োল দিয়ে ঘুমন্ত দাদার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। ঘটনাস্থানেই সুরেশ মারা যায়।"

এদিন মালবাজার থানার পুলিশ অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করেছে। মালবাজার থানার পুলিশ জানিয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধৃত ভাইকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details