পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধর্ষণের হাত থেকে বাঁচতে যুবকের জিভ ছিঁড়ে নিল বৃদ্ধা - জলপাইগুড়ি

বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করেছিল এক যুবক ৷ সেই যুবকের জিভ কামড়ে ছিঁড়ে নিলেন বৃদ্ধা ৷

image
যুবকের জিভ কামড়ে ছিড়ে নিল বৃদ্ধা

By

Published : Mar 23, 2020, 11:10 PM IST

জলপাইগুড়ি, 23 মার্চ : ধর্ষণ করতে এসেছিল যুবক ৷ আত্মরক্ষার্থে সেই যুবকের জিভ কামড়ে ছিঁড়ে নিল বৃদ্ধা । অভিযুক্ত যুবকের পালটা মারধরে জখম হন বৃদ্ধা নিজেও ৷ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন দু'জনেই । ঘটনার যুবকের বিরুদ্ধে জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ যার তদন্ত শুরু করেছে পুলিশ । অভিযুক্ত যুবকের সঙ্গে আরও একজন ছিল বলে অভিযোগ ৷ তাকে খুঁজছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটার শাঁখের পাড়া এলাকায় এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করে দুই যুবক । বৃদ্ধা ভিক্ষাবৃত্তি করে সংসার চালান । রেল লাইনের পাশে একটি ঝুপড়ি ঘরে একাই থাকেন । অভিযোঘ, রবিবার সাড়ে আটটা নাগাদ জনতা করফিউ থাকার সুযোগে এলাকারই দুই যুবক বৃদ্ধাকে ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ । বৃদ্ধা চিৎকার করার চেষ্টা করলে তাঁর মুখ চেপে ধরা হয় ৷ দু’জনে মিলে বৃদ্ধাকে মারধর শুরু করে । নিজেকে বাঁচাতে এক যুবকের জিভ কামড়ে ছিঁড়ে ফেলেন ওই বৃদ্ধা । তখন যুবক চিৎকার শুরু করেন ৷ ঘটনাস্থানে আসে স্থানীয়রা ৷ তখন পালিয়ে যায় এক যুবক ৷ অন্যজন ধরা পড়ে ৷ স্থানীয়রাই দু'জনকে হাসপাতালে ভরতি করে ৷

স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা রাউত জানান, ‘‘অসহায় বৃদ্ধার সাথে এমন ঘটনা ঘটবে ভাবতেই পারি না ।’’ অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা ।

ABOUT THE AUTHOR

...view details