জলপাইগুড়ি, 29 এপ্রিল: নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ (Jalpaiguri Child molestation)। দুদিন আগে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক বৃদ্ধের বিরুদ্ধে । ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত । তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল মহিলা থানার পুলিশ । বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয় (old man arrested in Child molestation case)৷
অভিযোগ, 25 তারিখ দুপুরে নাবালিকার মা বাড়ির পাশেই পাট ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন ৷ সেই সময় নাবালিকা রান্না করছিল । বাবা মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই বৃদ্ধ রান্নাঘরে ঢুকে যায় । সে নাবালিকার শ্লীলতাহানি করার চেস্টা করে বলে অভিযোগ । নাবালিকার চিৎকার শুনে তার মা ছুটে এসে বৃদ্ধকে ধরার চেস্টা করেন । সেই সময় বৃদ্ধের সঙ্গে নাবালিকার মায়ের হাতাহাতি হয় । তখনই বাড়ির বেড়া ভেঙে অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ ৷