জলপাইগুড়ি, 19 সেপ্টেম্বর: অবৈধ নার্সিং ট্রেনিং সেন্টারে অভিযান স্বাস্থ্য দফতরের ৷ প্রশ্নের মুখে জলপাইগুড়ির দিশারী নার্সিং ট্রেনিং সেন্টার । অভিযোগ পেয়েই নার্সিং সেন্টারে মঙ্গলবার অভিযান চালায় জেলা স্বাস্থ্য দফতর ৷ অভিযোগ, স্বাস্থ্য দফতরের অনুমতি ছাড়াই চলছিল এই দিশারী নার্সিং অ্যান্ড টেকনোলজিকাল সেন্টারটি ৷ শহরজুড়ে বিজ্ঞাপনও দিয়েছিলেন দিশারী নার্সিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা এবং স্ত্রী অনুস্মিতা শর্মা ।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অসীম হালদার বলেন, "দিশারী নার্সিং সেন্টার অবৈধভাবে চলছে বলে আমাদের কাছে অভিযোগ আসে। এরপরই আমরা খোঁজখবর নেওয়ার জন্য স্বাস্থ্য দফতরের টিম সেখানে পাঠিয়েছি।" সম্প্রতি জেলা স্বাস্থ্য দফতরের কাছে অভিযোগ আসে, জলপাইগুড়িপর পান্ডাপাড়ায় দিশারী নার্সিং নামে একটি ট্রেনিং সেন্টার অবৈধভাবে চলছে। তা খতিয় দেখতেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অসীম হালদার নার্সিং ট্রেনিং সেন্টারে অভিযান চালানের সিদ্ধান্ত নেন ৷ জেলা ডেপুটি সিএমওএইচ ড: সুখেন্দু বিশ্বাসের নেতৃত্বে আজ স্বাস্থ্য দফতরের বিশেষ দল সেখানে অভিযান চালায়। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা দেখেন সেন্টারটি বন্ধ। জানা গিয়েছে, শান্তনু শর্মা তাঁর শ্বশুর বাড়িতে সেন্টারটি চালাতেন।