পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্যাঙ্গোলিন সহ ধৃত 5 - Pangolin

প্যাঙ্গোলিন সহ পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা ।

মৃত প্যাঙ্গোলিন

By

Published : May 7, 2019, 1:26 PM IST

Updated : May 7, 2019, 1:32 PM IST

জলপাইগুড়ি, 7 মে : এক প্যাঙ্গোলিন সহ পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা । জলপাইগুড়ির কালিঝোড়া এলাকার ঘটনা । ধৃতরা হল অর্জুন রাই (২৬), গোপীলাল দর্জি (৪৪) , কমল সুনদাস(৫২), উমেশ সুব্বা(৪৪) ও সন্তোষ কুমার (৪৪)। ধৃতরা সবাই সিকিমের বাসিন্দা । এর মধ্যে অর্জুন পেশায় সিভিল ইঞ্জিনিয়র ।

ভিডিয়োয় শুনুন সঞ্জয় দত্তের বক্তব্য

জলপাইগুড়ি বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন, " প্যাঙ্গোলিন পাচার করার খবর পেয়ে আমরা বাংলা-সিকিম সীমান্ত এলাকায় নজরদারি চালাই । সীমান্ত এলাকায় সিকিম নম্বরের একটি গাড়িকে আমরা আটক করি । তল্লাশি চালিয়ে গাড়িতে রাখা একটি ব্যাগের ভিতর থেকে একটি মৃত প্যাঙ্গোলিন পাওয়া যায় । গাড়িতে পাঁচজন ছিল। সবাইকে গ্রেপ্তার করি । এরা ৭০ হাজার টাকা কেজি দরে ভুটানে ৭ কেজি ওজনের প্যাঙ্গোলিনটিকে বিক্রি করত।"

ঘটনার তদন্ত শুরু হয়েছে । আগামিকাল ধৃতদের আদালতে তোলা হবে।

Last Updated : May 7, 2019, 1:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details