শেড করে স্কুলে গাড়ি রাখায় বেজায় চটলেন অবজারভার জলপাইগুড়ি, 26 অগস্ট: স্কুল তালা বন্ধ । অথচ তার সামনে বেআইনিভাবে শেড তৈরি করে রাখা চারচাকা গাড়ি । পোলিং স্টেশন পরিদর্শনে এসে এসব দেখে বেজায় চটলেন অবজারভার । স্কুলে গাড়ি পার্কিং কেন? নির্বাচন কমিশনের তরফে শো-কজ করা হল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ।
মানস চক্রবর্তী বলেন, "প্রতিবেশী এক ব্যক্তি গাড়ি স্কুলে রাখেন । তাঁকে আমি একাধিকবার বলেছি গাড়ি না-রাখতে । তিনি বিষয়টি এড়িয়ে যেতেন । যেহেতু স্কুলের সঙ্গে প্রতিবেশী গাড়ির মালিকের বাড়ি । আমি লিখিত কোনও অভিযোগ কাউকে করিনি । গ্রামবাসীদের দিয়েই আমি বিষয়টি সমাধানের চেষ্টা করেছি । কিন্তু অন্যের গাড়ির জন্য আমাকে শো-কজ হতে হল ।"
যদিও গাড়ির মালিক এই বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন । তিনি জানিয়েছেন, বাড়ির পাশেই স্কুল তাই গাড়ি রেখেছিলাম । ঘটনার পরই গাড়ি সরিয়ে দিয়েছি । এদিকে ধূপগুড়ি থানার আইসি সুজয় টুঙ্গা বলেন, "স্কুল ক্যাম্পাসে গাড়ি রাখার বিষয়টি জানা নেই । নির্বাচন কমিশনের তরফে কোনও নির্দেশ এলে সেই মোতাবেক কাজ করা হবে ।"
জানা গিয়েছে, আগামী 5 সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন । সেই কারণে দফায় দফায় নজরদারি চালাচ্ছেন নির্বাচন কমিশনের জেনারেল অবজারভার । শুক্রবার ধূপগুড়ি শহর-সহ বিভিন্ন এলাকায় নির্বাচনের জন্য পোলিং স্টেশন করা স্কুলেরগুলিকে ঘুরে দেখতে আসেন জেনারেল অবজারভার কৈলাস সুখদেও পাগরে । এই কাজেরই অংশ হিসাবে হঠাৎই তিনি পৌঁছন ধূপগুড়ি বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যবোরাগাড়ি 2 নম্বর বিএফপি স্কুলে 15/154 পোলিং স্টেশনে । সেখানে পৌঁছে তিনি দেখেন, স্কুলের দরজায় তালা বন্ধ । স্কুলের সময়ে দরজায় তালাবন্ধ দেখে বিস্মিত হন তিনি। এছাড়াও তিনি লক্ষ্য করেন, স্কুলের একটি ঘরের সামনে টিন এবং বাঁশ দিয়ে বেআইনিভাবে একটি কারশেড তৈরি করা হয়েছে এবং সেখানে রাখা রয়েছে একটি চারচাকা গাড়ি ।
ঘটনায় বিডিও'কে এ বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দেন জেনারেল অবজারভার। তড়িঘড়ি ধূপগুড়ি বিধানসভার অ্যাসিস্ট্যান্ট রির্টানিং অফিসার তথা বিডিও জয়ন্ত রায় বিদ্যালয়ের ভারপ্রাপ্তপ্রধান শিক্ষককে শো-কজ করেন। সেই শো-কজ চিঠিতে উল্লেখ রয়েছে, 25 তারিখ বেলা 3টে 30 মিনিট নাগাদ যখন কমিশনের তরফে জেনারেল অবজারভার পরিদর্শনে যান সেই সময় স্কুল তালা বন্ধ ছিল এবং স্কুলে কেউ ছিলেন না । পাশাপাশি শেড তৈরি করে চারচাকা গাড়িটি সেখানে রাখার কথা উল্লেখ করা হয় তাতে। যা সম্পূর্ণ রূপে বেআইনি । কোনওভাবেই এইভাবে গাড়ি রাখার অনুমতি নেই। শো-কজ চিঠিতে উল্লেখ করে এই পরিস্থিতির কারণ দর্শানোর নোটিশ করা হয় ।
আরও পড়ুন:উপ-নির্বাচনের আগে উদ্ধার 13 লাখ টাকা! কমিশন-পুলিশের যৌথ তল্লাশিতে সাফল্য
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানস চক্রবর্তী বলেন, "নির্বাচন কমিশনের শোকজের চিঠি পেয়েছি । কনজাংটিভাইটিসের কারণে স্কুলে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিড-ডে মিল দিয়ে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল ৷"