জলপাইগুড়ি , 28 মে : কোরোনায় আক্রান্ত হলেন কলকাতা ফেরত ময়নাগুড়ির এক নার্সিং ছাত্রী ও তাঁর সংস্পর্শে আসা এক আশাকর্মী ৷ এর আগে তাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছে বলে খবর ছড়িয়েছিল । তবে সরকারিভাবে রিপোর্ট না আসায় জেলা স্বাস্থ্য বিভাগের তরফে ব্যপারটি স্পষ্ট করা হয়নি ৷ আজ বিকেলে ওই নার্সিং ছাত্রী ও তাঁর সংস্পর্শে আসা আশাকর্মীর রিপোর্ট পজ়িটিভ আসে ৷
আগেই কলকাতা ফেরত গড়ালবাড়ির এক ছাত্রীর দেহে কোরোনা সংক্রমণ ধরা পড়েছিল ৷ এবার ময়নাগুড়ির এক নার্সিং ছাত্রী কোরোনায় আক্রান্ত হলেন ৷ তাঁর সংস্পর্শে আসা এক আশা কর্মীর দেহেও কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে । জলপাইগুড়ির সদর ব্লকের গড়ালবাড়ির নার্সিংয়ের ছাত্রীর সঙ্গে জেলায় ফিরেছিলেন তিনি ।
চলতি মাসে কলকাতা থেকে জলপাইগুড়িতে ফেরেন 13 জন নার্সিং ছাত্রী । তাঁদের মধ্যে গড়ালিবাড়ির এক ছাত্রী কোরোনায় আক্রান্ত হন । প্রথমে হোম কোয়ারানটিনে থাকাকালীন তাঁর দেহে কোরোনার উপসর্গ দেখা দেয় ৷ এরপর তাঁকে 13 মে কোয়ারানটিনে রেখে 14 মে সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ রিপোর্টে দেখা যায় , তিনি কোরোনা পজ়িটিভ ৷ এরপর ওই ছাত্রীর সংস্পর্শে আসা বাকি 12 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । তার মধ্যে আজ একজন ছাত্রীর রিপোর্ট পজ়িটিভ আসে ৷
বর্তমানে কলকাতা ফেরত গড়ালবাড়ির নার্সিং ছাত্রী জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । নতুন করে কোরোনায় আক্রান্ত আর এক ছাত্রী সহ ওই আশাকর্মীকে কোরোনা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে জানান ময়নাগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক লাকী দেওয়ান ।