পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue Cases increasing in Bagrakote Tea Garden : বাগরাকোট চা বাগানে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

চা বাগানে হুহু করে বাড়ছে ডেঙ্গু । ডেঙ্গুতে আক্রান্তরা ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে, মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । মালবাজার মহকুমার বাগ্রাকোটে প্রায় 40 থেকে 50 জনের মতো মানুষ এখন ডেঙ্গুতে আক্রান্ত (Dengue Cases increasing in Bagrakote Tea Garden)।

Number of dengue cases increasing day by day in Bagrakote tea garden
Bagrakote Tea Garden

By

Published : May 17, 2022, 9:53 PM IST

জলপাইগুড়ি, 17 মে : ডেঙ্গুর আঁতুর ঘর হয়ে উঠেছে ডুয়ার্সের বাগরাকোট চা বাগান । হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে মালবাজার মহকুমার বাগরাকোট চা বাগানে । পরিস্থিতি খতিয়ে দেখতে বাগরাকোটে যান রাজ্যের স্বাস্থ্য কর্তা ডা: অসিত বিশ্বাস । ডেঙ্গুতে আক্রান্তরা ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে, মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন (Number of dengue cases increasing day by day in Bagrakote tea garden)।

গরম পরতেই মশাবাহিত রোগে আক্রান্ত হবার সংখ্যা বাড়ছে । তার মধ্যে সব থেকে চিন্তার কারণ ডেঙ্গু । মালবাজার মহকুমার বাগ্রাকোটে প্রায় 40 থেকে 50 জনের মতো মানুষ এখন ডেঙ্গুতে আক্রান্ত । স্বাস্থ্য দফতর সুত্রে খবর, গত 29 এপ্রিল থেকে ডেঙ্গুর সন্ধান পাওয়া গেছে এই বাগ্রাকোট এলাকার টপ লাইন এবং বিডিআর বস্তিতে । গত কয়েকদিন থেকে এই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার শিবির করা হচ্ছে । যেহেতু দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাই মঙ্গলবার সকালে বাগরাকাটের ডেঙ্গু প্রবণ এলাকা পরিদর্শন করতে আসে রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা । সঙ্গে ছিলেন মালবাজার মহকুমার স্বাস্থ্য এবং প্রশাসনের আধিকারিকেরা ।

এদিন তাঁরা এলাকা পরিদর্শন করেন, আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলেন ৷ এরপর এলাকার একটি হল ঘরে সমস্ত স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন । ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ডা: অসিত বিশ্বাস, সিএমওএইচ ডা: অসিম হালদার, ডেপুটি সিএমওএইচ মৃণালকান্তি ঘোষ, মালবাজারের মহকুমা শাসক পিজুস সালুঙ্কে ও এলাকার অন্যান্য প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন ।

ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ডা: অসিত বিশ্বাস বলেন, "আমরা এলাকা পরিদর্শন করেছি । আক্রান্তদের সঙ্গে কথা বললাম । বর্তমান পরিস্থিতিতে কী কী করনীয় তা স্বাস্থ্য কর্মীদের বলা হয়েছে । আক্রান্তদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েই চিকিৎসা করাতে হবে । এলাকায় ক্যাম্প করে রক্ত পরীক্ষার পাশাপাশি জমা জল ফেলে দিতে হবে । অন্যদিকে স্প্রে করার কথা বলা হয়েছে ।"

চা বাগানে হুহু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

আরও পড়ুন :North Bengal Industry Tourism : জঙ্গল-পাহাড়, চা বাগানের পাশাপাশি উত্তরবঙ্গে এবার ইন্ডাস্ট্রি ট্যুরিজম

স্থানীয় জেলাপরিষদের সদস্যা সেলিনা ছেত্রী বলেন, "বাগরাকোট চা বাগানে ডেঙ্গু বেড়েছে । ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের টিম ঢুকেছে । তাঁরা স্বাস্থ্য পরীক্ষা করছেন । এলাকায় ফগিং করা হচ্ছে ।" মালবাজারের মহকুমা শাসক পিজুস সালুঙ্কে বলেন, "আগামিকাল থেকে বিশেষ অভিযান চালানো হবে । এলাকায় ফগিং ও লাগাতার স্বাস্থ্য পরীক্ষা শিবির চলবে ।" স্থানীয় বাসিন্দা রুদ্র প্রধান বলেন, "2019 সালে প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এই চা বাগানে । এবার আবার আক্রান্ত বাড়ছে । বাড়ি বাড়ি জ্বর নিয়ে মানুষ রয়েছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details