জলপাইগুড়ি, 14 সেপ্টেম্বর: পুজোর ভিড়ে পর্যটকদের সুবিধার জন্য নিউ জলপাইগুড়ি(NJP) থেকে শিয়ালদা (Sealdeh) পর্যন্ত স্পেশাল ট্রেন চালাবে উত্তরপূর্ব সীমান্ত রেল (Northeast frontier Railway) । পুজোর সময় ডুয়ার্স এবং পাহাড়ে পর্যটকদের ভিড় হয়েই থাকে । কিন্তু করোনার কারণে গত দু'বছর সেভাবে ভিড় হয়নি পর্যটনক্ষেত্রগুলিতে ৷ এবার পুজোয় পর্যটকদের ভিড় আছড়ে পরবে বলে মনে করা হচ্ছে রেলের তরফে ।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ যাত্রীদের অতিরিক্ত ভিড়ের কথা চিন্তা করে শিয়ালদা-নিউ জলপাইগুড়ি-শিয়ালদার মধ্যে দুই জোড়া পূজা স্পেশাল ট্রেন (Puja Special Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । নিউ জলপাইগুড়ি ও শিয়ালদা উভয় দিক থেকে চলবে এই পুজো স্পেশাল ট্রেন।
- 82311 শিয়ালদা-নিউ জলপাইগুড়ি সুবিধা পূজা স্পেশাল ট্রেনটি 6 অক্টোবর, 2022 (বৃহস্পতিবার) রাত 11:50 মিনিটে শিয়ালদা থেকে রওনা দেবে ৷ 7 অক্টোবর (শুক্রবার) 10:10 মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে ।
- 82312 নিউ জলপাইগুড়ি-শিয়ালদা সুবিধা পুজো স্পেশাল ট্রেনটি 7 অক্টোবর দুপুর 12টায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেবে ৷ একই দিনে রাত 11:35 মিনিটে শিয়ালদায় পৌঁছবে ।
- 03129 শিয়ালদা-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল ট্রেনটি সাতটি ট্রিপ করবে ৷ এর জন্য 13 অক্টোবর থেকে 24 নভেম্বর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার রাত 11:50 মিনিটে শিয়ালদা থেকে রওনা দিয়ে পরের দিন সকাল 10:10 মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে ।
- 03130 নিউ জলপাইগুড়ি-শিয়ালদা পূজা স্পেশাল ট্রেনটি সাতটি ট্রিপ করবে ৷ এর জন্য 14 অক্টোবর থেকে 25 নভেম্বর পর্যন্ত প্রত্যেক শুক্রবার দুপুর 12টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দেবে ৷ একই দিনে রাত 11:35 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।