জলপাইগুড়ি, 12 এপ্রিল: ন্যূনতম মজুরি নিয়ে বুধবার ফের বৈঠক হতে চলেছে ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির পর এখন এই বৈঠকের দিকে তাকিয়ে উত্তরবঙ্গের চা শ্রমিকরা । ন্যূনতম মজুরি নির্ধারণ ও দ্রুত তা চালুর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে চা শ্রমিকদের যৌথ মঞ্চ 'জয়েন্ট ফোরাম' । শ্রমিকদের লাগাতার আন্দোলনের ফলেই ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য এই কমিটি তৈরি হয় । ইতিমধ্যেই 17 বার বৈঠক হয়ে গেলেও ন্যূনতম মজুরির বিষয়টি বাস্তবায়িত হয়নি । তাই এদিনের বৈঠকের দিকে তাকিয়ে আরও একবার আশায় বুক বাঁধছে উত্তরের শ্রমিক মহল ।
গত 8 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলা সফরে এসেছিলেন ৷ তখন তিনি দলীয় শ্রমিক সংগঠনের নেতাদের হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ বলেছিলেন, নেতারা যেন নুন্যতম মজুরির বৈঠকে মালিকদের পক্ষ না-নিয়ে চা শ্রমিকদের হয়ে কথা বলেন ৷ যতটা পারা যায় চা শ্রমিকদের মজুরি বাড়াতে হবে বলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেদিন জানিয়েছিলেন । সেই প্রতিশ্রুতি মতো কাজ হয় কি না এখন সেই দিকেই তাকিয়ে শ্রমিকরা ।
প্রসঙ্গত, 2021 সালে জানুয়ারি মাসে বৈঠকে নূন্যতম 350 টাকা মজুরির দাবি করা হয় ৷ তবে মাত্র 26 টাকা বেড়ে মজুরি হয় 202 টাকা। বিধানসভা ভোটের আগে শ্রমিকদের 26 টাকা মজুরি বাড়ানো হয় ৷ তবে তাতে খুশি ছিল না শাসক-বিরোধী চা শ্রমিক সংগঠন । দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে 26 টাকা মজুরি বৃদ্ধিতে কিছুই লাভ হবে না বলে তাদের অভিযোগ ছিল । গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমারার সুভাষিনি চা বাগানের মাঠে প্রশাসনিক সভা থেকে চা শ্রমিকদের 15 শতাংশ করে অন্ত:বর্তীকালীন মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করেন । ফলে 202 টাকা মজুরি বেড়ে দাঁড়ায় 232 টাকা ।