পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

North Bengal OSD Security Withdrawn: উত্তরবঙ্গের ওএসডি-র সরকারি নিরাপত্তা প্রত্যাহার, গাড়ি থেকেও সরল নীলবাতি - ডাক্তার সুশান্ত রায়

ডক্টর সুশান্ত রায়ের নিরাপত্তা তুলে নিল রাজ্য ৷ উত্তরবঙ্গের ওএসডি-র সঙ্গে থাকা দুই পুলিশকর্মীকে তুলে নেওয়া হয়েছে (North Bengal OSD Security Withdrawn) ৷ সেই সঙ্গে তাঁর স্ত্রীর গাড়িতে লাগানো নীলবাতিও সরিয়ে নেওয়া হয়েছে ৷

North Bengal OSD Security Withdrawn ETV BHARAT
North Bengal OSD Security Withdrawn

By

Published : Feb 22, 2023, 8:24 PM IST

জলপাইগুড়ি, 22 ফেব্রুয়ারি: উত্তরবঙ্গের স্বাস্থ্য বিভাগের ওএসডি ডক্টর সুশান্ত রায়ের নিরাপত্তারক্ষী তুলে নিল রাজ্য সরকার (OSD Sushanta Roy Security Withdrawn by State Government) ৷ সেই সঙ্গে তাঁর স্ত্রীর গাড়িতে নীলবাতির ব্যবহার বন্ধ করা হয়েছে ৷ জানা গিয়েছে, সম্প্রতি জলপাইগুড়ি আরটিও দফতরের আধিকারিকরা জলপাইগুড়ির স্বাস্থ্য বিভাগে গিয়ে, জানতে চান ওএসডি নীলবাতি ব্যবহার করতে পারেন কি না ৷ তা এরপরেই ওএসডি ডক্টর সুশান্ত রায় তাঁর গাড়ি থেকে নীলবাতি খুলে দেন ৷ উল্লেখ্য, কোভিডের সময় থেকে ডাক্তার সুশান্ত রায়ের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল ৷ সেই খবর ইটিভি ভারতে প্রকাশও হয়েছিল ৷

লকডাউনের মাঝে জলপাইগুড়ি সদর হাসপাতালের চোখের ডাক্তার সুশান্ত রায়কে উত্তরবঙ্গের ওএসডি হিসেবে রাজ্য সরকার নিযুক্ত করে ৷ এরপর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে থাকে ৷ দীর্ঘদিন ধরেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বাস্থ্য দফতরের একাংশ আধিকারিক সুশান্ত রায়ের বিরুদ্ধে নানান অভিযোগ জানাচ্ছিল ৷ অভিযোগ ওঠে কোভিডের সময় জলপাইগুড়ি সদর হাসপাতালের চিকিৎসক সুশান্ত রায় উত্তরবঙ্গের ওএসডি পদ পাওয়ার পরেই বেআইনিভাবে স্ত্রীর গাড়িতে নীলবাতির ব্যবহার শুরু করেন ৷

অভিযোগ বেআইনিভাবে জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের পাশে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের বসার ঘর ভেঙে দেন ৷ বদলে সেখানে সুশান্ত রায় তাঁর নিজের অফিস তৈরি করান ৷ এদিকে জলপাইগুড়ির আরটিও নবীন কুমার অধিকারী জানান, তাঁরা কারও গাড়ি থেকে নীলবাতি খোলেননি ৷ তাঁদের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছিল ৷ তাই আরটিও-র আধিকারিকরা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ জানতে চাওয়া হয়েছিল, তিনি কোন পদে রয়েছেন ? তিনি সেই পদে থেকে নীলবাতি ব্যবহার করতে পারেন কি না, এমন কয়েকটি প্রশ্ন করা হয়েছিল ৷ এরপর সুশান্ত রায় নিজেই তাঁর গাড়ি থেকে নীলবাতি খুলে নেন বলে জানিয়েছেন ওই স্বাস্থ্য আধিকারিক ৷

আরও পড়ুন:13 পাতার অভিযোগ ! ডাক্তার সুশান্ত রায়ের বিরুদ্ধে ইডির দ্বারস্থ অঙ্কুর

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সুশান্ত রায়ের 2 জন নিরাপত্তারক্ষীকে তুলে নেওয়া হয়েছে ৷ তবে, ওএসডি-এর নিরাপত্তা তুলে নেওয়ার বিষয়ে জেলা পুলিশ সুপার কোনও মন্তব্য করতে চাননি ৷ এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি স্বরূপ নারায়ণ নিগমকে প্রশ্ন করা হলে, তিনিও কোন মন্তব্য করেননি ৷ এমনকি উত্তরবঙ্গের ওএসডি ডক্টর সুশান্ত রায়ের দফতরে গিয়েও তাঁর দেখা মেলেনি ৷ ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details