জলপাইগুড়ি, 21 অক্টোবর: জলপাইগুড়িতে (Jalpaiguri Accident) দুর্ঘটনার কবলে পড়ল উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রকাশ সিং-এর গাড়ি (North Bengal IG Injured)৷ আজ সকালে একটি ডাম্পার গাড়িটিকে (Car accident) ধাক্কা মারলে জখম হন আইজি (D P Singh injured)৷ তাঁকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের তরফে জানা গিয়েছে ৷
শুক্রবার সকাল এগারোটা নাগাদ জলপাইগুড়ির মাল ব্লকের ডামডিম পেট্রল পাম্পের কাছে 31নং জাতীয় সড়কে উত্তরবঙ্গের আইজি ডিপি সিং-এর গাড়িকে ধাক্কা মারে একটি ডাম্পার । এই ঘটনায় আহত হয়েছেন আইজি দেবেন্দ্র প্রকাশ সিং । তড়িঘড়ি মাল থানার পুলিশ আইজিকে উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় । আইজি-র গাড়ির চালককে নিয়ে যাওয়া হয় মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ।