পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরিকাঠামো নেই, স্টেডিয়ামের বদলে 60 বেডের নার্সিংহোমেই হবে কোরোনার চিকিৎসা - নার্সিংহোম

পরিকাঠামো নেই তাই জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে তাড়াতাড়ি কোরোনা হাসপাতাল করা সম্ভব নয় ৷ পূর্ত দপ্তর সহ একাধিক দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়ার পর 60 বেডের নার্সিংহোমই ভরসা জলপাইগুড়ির মানুষের ৷

No infrastructure to build 300 bed Covid hospital in Jalpaiguri stadium
স্টেডিয়ামকে 300 বেডের কোভিড হাসপাতালের বানানোর পরিকাঠামো নেই

By

Published : Apr 4, 2020, 10:43 AM IST

জলপাইগুড়ি,4 এপ্রিল: জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে 300 বেডের কোরোনা হাসপাতাল তৈরি করা সম্ভব হচ্ছে না। অগত্যা 60 বেডের নার্সিংহোমই ভরসা জলপাইগুড়ির মানুষের। স্টেডিয়ামকে কোরোনা হাসপাতালে রূপান্তরিত করার কাজ শুরু করা হলেও মাঝপথেই তা স্থগিত করা হল। পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রাজবাড়িপাড়ার নার্সিংহোমকেই প্রাথমিকভাবে কোরোনা হাসপাতাল হিসেবে কাজে লাগাতে চায় জেলা প্রশাসন। এই মর্মে ইতিমধ্যেই নার্সিংহোমে চিকিৎসাধীন রোগীদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। যাঁরা রয়েছেন তাঁদেরও ছুটি দিয়ে দেওয়া হবে বা তেমন হলে তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হবে বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্রে।

বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের দুটি ব্লকে 150 করে মোট 300 বেডের মধ্যে 20 শয্যার ICU তৈরি করার প্রস্তাব ছিল। সেই কারণেই বেড ঢোকানোর কাজও শুরু হয়েছিল। কিন্তু পূর্ত দপ্তরসহ একাধিক দপ্তরের থেকে জানিয়ে দেওয়া হয়, ঘরের অবস্থা খুব ভালো থাকলেও, বিদ্যুৎ, পানীয় জল, শৌচাগার সহ অন্যান্য পরিকাঠামোর যথেষ্ট অভাব রয়েছে। খুব তাড়াতাড়ি এখানে কোরোনা হাসপাতাল গড়া সম্ভব নয়। যে কারণে আপাতত শহরের রাজবাড়িপাড়ার নার্সিংহোমের 60 শয্যাকে বেছে নেওয়া হচ্ছে কোরোনার চিকিৎসার জন্য ।

জেলা শাসক অভিষেক কুমার তিওয়ারি বলেন, ‘‘আমরা আপাতত বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে কোরোনা হাসপাতাল তৈরি করছি না । সেখানে পরিকাঠামো তৈরি করতে সময় লাগবে। তাই 60 শয্যার নার্সিংহোমকেই কোরোনা হাসপাতাল হিসেবে বেছে নেওয়া হয়েছে।’’

ABOUT THE AUTHOR

...view details