জলপাইগুড়ি, 18 অক্টোবর : শত্রুর গালে চুনকালি মাখিয়ে দুর্গার সামনে বলি দেন নিয়োগী বাড়ির সদস্যরা । বহু বছর ধরে জলপাইগুড়ির নিয়োগী বাড়ির পুজোয় এই নিয়ম চলে আসছে ৷ নিয়োগী বাড়ির পুজোর অন্যতম আকর্ষণ এই "শত্রুবলি" ৷
জলপাইগুড়ির কামারপাড়ার নিয়োগী বাড়ির পুজো এবার 212 বছরে পা দেবে ৷ 1808 সালে বাংলাদেশের পাটগ্রামে নিয়োগী পরিবারের দুর্গাপুজো শুরু হয় । 1952 সালে কলকাতার ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক লেনের বাড়িতে স্থানান্তরিত হয় এই পুজো । সেখান থেকে আসে জলপাইগুড়ির বাড়িতে । এই বনেদি বাড়ির নিয়ম আর পাঁচটা পুজোর থেকে একটু আলাদা ৷ পুজোর নিয়ম একটু অন্যরকম ৷ নবমীতে মা দুর্গার সামনে মুখে কালি মাখিয়ে শত্রুবলি দেওয়া হয় ৷ বাড়ির সদস্যরা জানিয়েছেন, কলাগাছের থোড় এক হাত মাপের মতো কেটে নিয়ে চালের গুড়ো দিয়ে মানুষের অবয়ব বানানো হয় । আর তার একগালে মাখানো হয় কালি । চুন-হলুদ দিয়ে রক্তের রং দেওয়া হয় । বলির পর থোড়রূপী এই শত্রুকে দুই খণ্ড করে বাড়ির বাইরে ছুঁড়ে দেওয়া হয় ।