জলপাইগুড়ি, 11 মে: বন দফতরের কোনও আধিকারিক বা কর্মী তাঁদের কাজ সম্পর্কিত কোনও ছবি বা ভিডিয়ো আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না (Forest department advisory)। সে রকম কোনও ছবি বা ভিডিয়ো পোস্ট করতে হলে তাঁদের স্ক্রিনিং কমিটির অনুমতি নিতে হবে । নয়া নির্দেশিকায় এ কথা জানানো হয়েছে ৷
রাজ্যের অরণ্য ভবন সূত্রে একটি নির্দেশিকা জারি করা হয়েছে । সেখানে বলা হয়েছে, রাজ্যের মুখ্য বনপাল বা হেড অব দ্য ফরেস্ট ফোর্স(HOFF)-এর অনুমতি ছাড়া সরকারি কাজের কোনও ছবি বা ভিডিয়ো পোস্ট করা যাবে না ৷ মুখ্য বনপাল জেটি ম্যাথু নির্দেশিকা জারি করে রাজ্যের সব আধিকারিক ও বিভাগীয় বনাধিকারিকদের বিষয়টি জানিয়ে দিয়েছেন । সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি, ভিডিয়ো বা কোনও স্টোরি পোস্ট করতে হলে রাজ্যের বন বিভাগের স্ক্রিনিং কমিটির অনুমতি নিতে হবে (no workers shall post photos videos related to their work)।