জলপাইগুড়ি, 29 জানুয়ারি : এই প্রথম জলপাইগুড়ি শহরে পাখির সমীক্ষা হল। পাওয়া গেল 27টি প্রজাতির পাখি। জলপাইগুড়ি শহরের জুবলি পার্ক সংলগ্ন করলা নদীর পাড়ে পাখি সমীক্ষা হয়। এই প্রথম ময়নাগুড়ি দোমোহনী ও জলপাইগুড়ি জুবলি পার্ক এলাকায় এক দিনের সমীক্ষা করা হয়।
জলপাইগুড়ি বনবিভাগের বিভাগীয় বনাধিকারিক মৃদুল কুমার বলেন, ‘‘বনবিভাগের সঙ্গে এক স্বেচ্ছাসেবী সংগঠন এই পাখি সমীক্ষার কাজ করেন। এই প্রথম জলপাইগুড়ি শহরে ও ময়নাগুড়ি দোমোহনী এলাকায় পাখি সমীক্ষা হল৷’’ বনাধিকারিক জানান, ব্ল্যাক আইবিশ, নর্দান ল্যাপইউং-সহ একাধিক বিদেশে পাখি পাওয়া গিয়েছে।