পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sikkim Flash Floods: আবহাওয়া সহায় হলেই সিকিমে আকাশপথে পর্যটকদের উদ্ধার করবে এনডিআরএফ - NDRF to rescue tourists by air in Sikkim

NDRF Rescue Operation in Sikkim: পর্যটকদের বাড়ি ফেরা নির্ভর করছে ভালো আবহাওয়ার উপর ৷ আকাশ পরিষ্কার হলে তবেই সিকিম থেকে আকাশপথে পর্যটকদের উদ্ধার করবে এনডিআরএফ ৷ জানালেন এনডিআরএফের ডেপুটি কমান্ডেন্ট বিবেক কুমার ।

Sikkim situation
বিপর্যস্ত সিকিম

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 8:27 PM IST

সিকিমে আকাশপথে পর্যটকদের উদ্ধার করবে এনডিআরএফ

জলপাইগুড়ি, 7 অক্টোবর: বিপর্যস্ত সিকিমে আটকে পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যের বহু পর্যটক ৷ আবহাওয়ার উন্নতি হলে তবেই সিকিমে আটকে পড়া পর্যটকদের এয়ার লিফট বা আকাশপথে উদ্ধার করবে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ। সিকিম যেতে প্রস্তুত করা হয়েছে 31 জনের একটি দলকে। দলটি আকাশপথে মঙ্গন হেলিপ্যাড থেকে পর্যটকদের নিয়ে এসে বাগডোগরা হেলিপ্যাডে নামাবে ৷ এমনটাই জানিয়েছেন এনডিআরএফের ডেপুটি কম্যান্ড্যান্ট বিবেক কুমার ।

তিনি বলেন, "সিকিমে যাওয়ার জন্য আমরা তৈরি আছি ৷ কিন্তু সিকিমের আবহাওয়া আমাদের সহায় হলে তবেই আমরা উদ্ধার কাজ শুরু করব । ইতিমধ্যেই এনডিআরএফের জওয়ানরা উদ্ধার কাজ চালানোর জন্য সিকিমের মঙ্গন থেকে হাটা পথে চুংথাংয়ের উদ্দেশে রওনা দিয়েছে । সেখান থেকেই পর্যটকদের উদ্ধার করা হবে ৷" জানা গিয়েছে, সেনাবাহিনী পর্যটকদের বাড়ির সঙ্গে কথা বলানোরও ব্যবস্থা করে দিয়েছে ।

সিকিমের রংপোর বাসিন্দা নূপুর রায় বলেন, "আমরা খুব খারাপ অবস্থার মধ্যে আছি । জল নেই, বিদ্যুৎ নেই । কীভাবে এখানে থাকছি তা আমরাই জানি।"

রংপোতে মাটির নীচে চাপা পড়েছে বাড়ি

আরও পড়ুন:উদ্ধারকাজ শুরু হতেই মিলল 22 দেহ, এখনও নিখোঁজ শতাধিক

সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে একে একে দেহ তিস্তা নদীতে ভেসে উঠেছে । মোট 29টি দেহ ইতিমধ্যে তিস্তা নদী থেকে উদ্ধার হয়েছে । তাদের মধ্যে এখনও পর্যন্ত 7টি দেহ সনাক্ত করা গিয়েছে । বাকি দেহগুলি সনাক্তকরণের কাজ চলছে । এদিকে তিস্তাতে তলিয়ে যাওয়া সেনা জওয়ানদের খোঁজ চলছে । 23 জনের মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে এবং 5 জন সেনাবাহিনীর জওয়ানের দেহ সনাক্ত করা হলেও সবাইকে উদ্ধার করা যায়নি । জওয়ানদের খোঁজে স্নিফার ডগকে কাজে লাগানো হয়েছে । ভারতীয় সেনাদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে । ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী খাদ্য, চিকিৎসা সহায়তা এবং উত্তর সিকিমে আটকে থাকা বেসামরিক নাগরিক ও পর্যটকদের যোগাযোগ সুবিধার ক্ষেত্রে সহায়তা প্রদান করছে ।

মাটির নীচে চাপা পড়েছে গাড়িও

প্রতিরক্ষা মন্ত্রকের (গুয়াহাটি)মুখ্য জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলেন, "নিখোঁজ ভারতীয় সেনাদের সন্ধানে তিস্তা ব্যারেজের ভাটির দিকে খোঁজ চালানো হচ্ছে । মাটি খুঁড়ে ইতিমধ্যেই সেনার গাড়ি উদ্ধার হয়েছে। সেনাবাহিনীর জওয়ানদের খুঁজতে অভিযানে সহায়তা করার জন্য তেরঙা পর্বত উদ্ধারকারী (Tiranga Mountain Rescue) দলকে কাজে লাগানো হচ্ছে ৷ এর জন্য বিশেষ সিঁড়ির ব্যবহার করা হচ্ছে । ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের জওয়ানরা লাচেন, লাচুং এবং চুংথাং এলাকায় 1471 পর্যটকদের সহায়তা করছে । তাঁদের পরিবারের সঙ্গে কথা বলানোর চেষ্টা চলছে । আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে করে আটকে পড়া পর্যটকদের সরিয়ে নেওয়া হবে বলে সেনা জানিয়েছে । সিকিম রাজ্য সরকার, এনডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে এই কাজটি করবে ।"

মাটির নীচ থেকে গাড়ি উদ্ধার করা হচ্ছে

আরও পড়ুন:তিস্তায় উদ্ধার হওয়া 17 দেহের মধ্যে তিনটি সেনা জওয়ানের, শনাক্ত হল হাসপাতালে

এদিকে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনে গভর্নিল কাউন্সিল সদস্য ভাস্কর দাস জানান, লাচুং ও চুংথামে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী ও এনডিআরএফ আকাশপথে পর্যটকদের উড়িয়ে নিয়ে আসবে । প্রথমে অসুস্থ ও বাচ্চাদের নিয়ে আসা হবে । আটকে পড়া পর্যটকদের মধ্যে তিনজন রাশিয়ার পর্যটক রয়েছেন । সেনাবাহিনী প্রত্যেক পর্যটককে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে সাহায্য করছে ।

ABOUT THE AUTHOR

...view details