জলপাইগুড়ি, 16 মে: এবার থেকে জলপাইগুড়ি থেকে মাত্র 140 টাকায় দার্জিলিং যেতে পারবেন পর্যটকরা। শৈলরানি দার্জিলিং যাওয়ার ইচ্ছে সবারই হয়ে থাকে। কিন্তু ইচ্ছে থাকলেও সাধ্যের মধ্যে হয়ে ওঠে না। তাই মুশকিল আসান করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। জনপ্রতি 140 টাকা দিয়ে মধ্যবিত্ত সাধ্যের মধ্যেই পরিবার নিয়ে কয়েক ঘণ্টার জন্য দার্জিলিং ঘুরে আবার জলপাইগুড়ি ফিরেও আসতে পারবে। জলপাইগুড়ির বাসিন্দাদের জন্য খুবই লোভনীয় ট্যুর হতে চলেছে এই জলপাইগুড়ি দার্জিলিং রুটের সরাসরি সরকারি বাস পরিষেবা।
জানা গিয়েছে, নব্বইয়ের দশকে জলপাইগুড়ি থেকে সরাসরি দার্জিলিং রুটের বাস পরিষেবা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে সেই বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর ফের জলপাইগুড়ি ডিপো থেকে দার্জিলিং পাহাড়ে ছুটতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে জলপাইগুড়ি ডিপোতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দার্জিলিং রুটের ওই বাসের উদ্বোধন হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায় এই রুটের বাসের সূচনা করেন। এই সূচনা লগ্নে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির পৌরসভার চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বোর্ড ডিরেক্টর অনন্তদেব অধিকারী, জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, জলপাইগুড়ি ডিপিএসসি চেয়ারম্যান লৈক্ষ্যমোহন রায়, স্থানীয় কাউন্সিলর পৌষালি দাস-সহ সংস্থার আধিকারিকরা।