পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NBSTC : জলপাইগুড়ি ডিপো থেকে শুরু হল সরকারি বাস চলাচল

সরকারি নির্দেশে আজ চালু হল আন্তঃজেলা বাস পরিষেবা । আগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জলপাইগুড়ি ডিপো থেকে আলিপুরদুয়ার, বালুরঘাট, শিলিগুড়ি, মালবাজার, হলদিবাড়ি,কোচবিহার,বানারহাট সহ মোট 16 টি রুটে 40টি বাস চলাচল করত । আজ সমস্ত রুট মিলিয়ে মোট 14 টি বাস চালানো হচ্ছে বলে ডিপো সূত্রে খবর ।

ছবি
ছবি

By

Published : May 27, 2020, 1:48 PM IST

জলপাইগুড়ি, 27 মে : সরকারি নির্দেশে চালু হল আন্তঃজেলা বাস পরিষেবা । আজ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জলপাইগুড়ি ডিপো থেকে কয়েকটি রুটে হাতেগোনা কয়েকটি সরকারি বাস চালানো শুরু হয়। তবে জলপাইগুড়ির বাসকর্মীদের PPE পরতে দেখা যায়নি। কিন্তু, শিলিগুড়ি ডিপো থেকে জলপাইগুড়িতে আসা সরকারি বাসের কর্মীদের PPE পরে ডিউটি করতে দেখা গেছে ।

আগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জলপাইগুড়ি ডিপো থেকে আলিপুরদুয়ার, বালুরঘাট, শিলিগুড়ি, মালবাজার, হলদিবাড়ি,কোচবিহার, বানারহাট সহ মোট 16 টি রুটে 40টি বাস চলাচল করত । আজ সমস্ত রুট মিলিয়ে মোট 14টি বাস চালানো হচ্ছে বলে ডিপো সূত্রে খবর । লকডাউনের পর থেকে এখনও পর্যন্ত প্রশাসনিক কাজ ছাড়া কোনও বাস চালানো হয়নি । আজ থেকে সরকারি নির্দেশ অনুযায়ী আন্তঃজেলা এবং আন্তঃরাজ্য বাস পরিষেবা শুরু হল । এর পাশাপাশি কয়েকটি বাস পরিযায়ী শ্রমিকদের পরিবহনের জন্য আলাদা রাখা হয়েছে , যাতে আপৎকালীন পরিস্থিতিতে সেগুলিকে কাজে লাগানো যায় ।

NBSTC-র জলপাইগুড়ি ডিপো সূত্রে খবর, জলপাইগুড়ি-শিলিগুড়ি রুটে প্রতিদিন 12টি বাস চলাচল করত। সেখানে 2টি বাস চালানো হচ্ছে । বেশ কয়েকটি রুটে বাস কমানো হয়েছে । প্রথম দিনে সেইভাবে যাত্রী পাওয়া যায়নি বলে খবর।

NBSTC এর ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ দত্ত বলেন, "আমরা সরকারি নির্দেশমতো পর্যায়ক্রমে বিভিন্ন রুটে বাসের সংখ্যা বাড়াব।"

ABOUT THE AUTHOR

...view details