পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Guwahati-Bikaner Express derail : মমতার কাছে রেল দুর্ঘটনার খবর নিলেন মোদি, টুইটে যথাযথ চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর - Mamata Banerjee tweets on Maynaguri Train Accident

বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ উত্তরবঙ্গের ময়নাগুড়ির দোমোহনিতে দুর্ঘটনার কবলে পড়ে বিকানের-গৌহাটি এক্সপ্রেস (Guwahati-Bikaner Express derail) ৷ রেল দুর্ঘটনার খবর কানে যেতেই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছ থেকে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi seeks information on train accident from Mamata Banerjee) ৷

narendra modi seeks information on train accident from mamata banerjee
Bikaner Express Accident : মমতার কাছে রেল দুর্ঘটনার খবর নিলেন মোদি

By

Published : Jan 13, 2022, 6:59 PM IST

Updated : Jan 13, 2022, 8:54 PM IST

কলকাতা, 13 জানুয়ারি :প্রধানমন্ত্রীর সঙ্গে কোভিড সংক্রান্ত ভার্চুয়াল বৈঠকের মাঝেই রেল দুর্ঘটনার খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ উত্তরবঙ্গের ময়নাগুড়ির দোমোহনিতে দুর্ঘটনার কবলে পড়ে বিকানের-গৌহাটি এক্সপ্রেস Guwahati-Bikaner Express derail ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে ৷ তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের ৷

আরও পড়ুন :Train Accident at North Bengal : ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত 12টি বগি

এদিকে, রেল দুর্ঘটনার খবর কানে যেতেই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছ থেকে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi seeks information on train accident from Mamata Banerjee) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, আপ 15633 গৌহাটি-বিকানের এক্সপ্রেসের 12টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে ৷ প্রধানমন্ত্রীকে সেই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

আরও পড়ুন :Guwahati-Bikaner Express derail : নিহত পাঁচ, আহত শতাধিক; দোমোহানির ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ রেলের

দুর্ঘটনার পর টুইটারে নিজের উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee tweets on Maynaguri Train Accident) ৷ পরপর দু’টি টুইটে তিনি জানান, রাজ্য প্রশাসনের সদর দফতর অর্থাৎ নবান্ন থেকেই গোটা ঘটনায় নজর রাখা হচ্ছে ৷ সংশ্লিষ্ট জেলাশাসক, পুলিশ সুপার এবং উত্তরবঙ্গের আইজি সরাসরি বিষয়টির তদারকি করছেন ৷ যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁদের যাতে চিকিৎসার কোনও সমস্যা না হয়, তা দেখা হচ্ছে ৷ যত দ্রুত সম্ভব আহতদের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে ৷

Last Updated : Jan 13, 2022, 8:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details