জলপাইগুড়ি, 5 সেপ্টেম্বর : রাজগঞ্জে মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করলেন BJP সাংসদ জয়ন্তকুমার রায় । নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ ।
রাজগঞ্জে মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করলেন BJP সাংসদ - girl raped and murdered
রাজ্য সরকার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ । রাজগঞ্জে মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করে বললেন সাংসদ জয়ন্তকুমার রায় ।
20 অগাস্ট স্থানীয় এক স্কুলের সেপটিক ট্যাঙ্ক থেকে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার হয় । তাকে গণধর্ষণ ও খুন করে ফেলে দিয়ে যাওয়া হয় বলে অভিযোগ । তিনজন গ্রেপ্তার হলেও ঘটনায় আরও কয়েকজন জড়িত বলে দাবি করে মৃতের পরিবার । 10 অগাস্ট থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী ।
নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান সাংসদ জয়ন্তকুমার রায় । তিনি বলেন, "রাজ্য সরকার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ । প্রতিদিন এ'রাজ্যে মহিলাদের শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে । পুলিশ এখনও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেনি ।" অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন সাংসদ । মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন BJP-র জলপাইগুড়ি জেলার সহ-সভাপতি দিলীপ চৌধুরি, স্থানীয় BJP নেতা মণিরুল ইসলাম ।