পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংসদে জলপাইগুড়ির জন্য একগুচ্ছ রেল প্রকল্পের দাবি সাংসদের - train project

সংসদে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির জন্য একগুচ্ছ রেল প্রকল্পের দাবি জানালেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় । যাত্রীদের সুবিধার কথা ভেবে বেশ কয়েকটি নতুন ট্রেন, কয়েকটি ট্রেনের যাত্রাপথের এক্সটেনসনের দাবি তোলেন তিনি ৷

aa
জয়ন্ত কুমার রায়

By

Published : Mar 14, 2020, 2:51 AM IST

জলপাইগুড়ি, 14 মার্চ : উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির মানুষের সুবিধার কথা ভেবে সংসদে কয়েকটি রেল পরিষেবায় পরিবর্তনের দাবি জানালেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় । সেগুলির মধ্যে একটি ট্রেন সপ্তাহের সাতদিন চালানোর দাবি জানিয়েছেন তিনি ৷ এছাড়াও একটি ট্রেনের এক্সটেনসন-সহ জলপাইগুড়ি রুটে কয়েকটি ট্রেন বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি ৷

হলদিবাড়ি কলকাতা এক্সপ্রেস ( 12364)-কে সাত দিনই চালানোর দাবি জানিয়েছেন সাংসদ । বর্তমানে ট্রেনটি সপ্তাহে তিন দিন করে চলছে । বর্তমানে শিলিগুড়ি বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস (ট্রেন নম্বর 15464 ) শিলিগুড়ি জংশন থেকে ছাড়ে ৷ কোচবিহার থেকে এক্সটেনশন করে এই ট্রেনটিকে চালু করার দাবি জানিয়েছেন তিনি । আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ি ভায়া কোচবিহার হয়ে একটি DMU ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছেন তিনি । এছাড়া নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেসকে এক্সটেনশন করে হলদিবাড়ি থেকে চালানোর দাবিও তোলেন তিনি ৷

হলদিবাড়িতে 56 কোটি টাকা খরচ করে রেল দপ্তর আন্তর্জাতিক মানের স্টেশন বানিয়েছে । গত মাসেই হলদিবাড়িতে আন্তর্জাতিক মানের রেলওয়ে স্টেশনের সূচনা করেছেন সাংসদ । কয়েকটি অতিরিক্ত ট্রেন হলদিবাড়ি থেকে চালানোর দাবি রেলমন্ত্রীর কাছে জানান সাংসদ । শতাব্দী এক্সপ্রেসকেও হলদিবাড়ি থেকে চালানোর প্রস্তাব দেন তিনি ।

এছাড়া তাঁর মতে, তেজস এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদহ বা হাওড়া পর্যন্ত হলে চালু হলে তা যাত্রীদের পক্ষে সুবিধাজনক হবে ৷ পাশাপাশি হলদিবাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি কিষাণ রেল চালু করার দাবিও জানিয়েছেন তিনি । এছাড়া নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে একটি এক্সেল কারখানা স্থাপন করার প্রস্তাব দিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details