জলপাইগুড়ি, 14 মার্চ : উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির মানুষের সুবিধার কথা ভেবে সংসদে কয়েকটি রেল পরিষেবায় পরিবর্তনের দাবি জানালেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় । সেগুলির মধ্যে একটি ট্রেন সপ্তাহের সাতদিন চালানোর দাবি জানিয়েছেন তিনি ৷ এছাড়াও একটি ট্রেনের এক্সটেনসন-সহ জলপাইগুড়ি রুটে কয়েকটি ট্রেন বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি ৷
হলদিবাড়ি কলকাতা এক্সপ্রেস ( 12364)-কে সাত দিনই চালানোর দাবি জানিয়েছেন সাংসদ । বর্তমানে ট্রেনটি সপ্তাহে তিন দিন করে চলছে । বর্তমানে শিলিগুড়ি বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস (ট্রেন নম্বর 15464 ) শিলিগুড়ি জংশন থেকে ছাড়ে ৷ কোচবিহার থেকে এক্সটেনশন করে এই ট্রেনটিকে চালু করার দাবি জানিয়েছেন তিনি । আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ি ভায়া কোচবিহার হয়ে একটি DMU ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছেন তিনি । এছাড়া নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেসকে এক্সটেনশন করে হলদিবাড়ি থেকে চালানোর দাবিও তোলেন তিনি ৷