পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিপুরদুয়ারে 144 ধারা জারি করার দাবি সাংসদ জন বারলার - undefined

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে অবিলম্বে 144 ধারা জারি করে আধাসামরিক বাহিনী মোতায়েনের দাবি জানালেন সাংসদ জন বারলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে তা লাগু করার দাবি জানালেন তিনি ।

john barla
জন বারলা

By

Published : Apr 16, 2020, 8:50 PM IST

জলপাইগুড়ি, 16 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকার ও পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নন। তাই আলিপুরদুয়ার লোকসভা এলাকায় অবিলম্বে 144 ধারা জারি করে আধাসামরিক বাহিনী মোতায়েনের দাবি জানালেন সাংসদ জন বারলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে 144 ধারা লাগু করার দাবি জানালেন তিনি।

অভিযোগ, তিনদিন ধরেই জলপাইগুড়ি জেলা পুলিশের বানারহাট থানার পুলিশ কর্মীরা জন বারলাকে তাঁর লক্ষ্মী পাড়া চা বাগানের বাড়িতে গৃহবন্দী করে রেখেছেন । আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জন বারলা চিঠি দিয়ে বিষয়টি জানান। রাজ্য সরকার ও তার পুলিশ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে লকডাউন বজায় রাখতে পুরোপুরি ব্যর্থ। কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে স্থানীয় প্রশাসন গুরুত্ব দিচ্ছে না। ফলে যেকোনও সময়ে আলিপুরদুয়ার কোরোনা ভাইরাসের হটস্পট হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জন বারলা। এমনকী এখানে হাট, বাজার বসছে । সেখানে কেউ সামাজিক দূরত্ব মেনে চলছে না। মাস্ক ব্যবহার করছে না। স্বাভাবিকভাবেই যেকোনও সময় এখানে কোরোনার সংক্রমণ হতে পারে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জন বারলা লিখেছেন, "কোরোনার মোকাবিলা করার জন্য খুব তাড়াতাড়ি 144 ধারা জারি করে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক। কারণ রাজ্য সরকার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না। আমি গৃহবন্দী হয়ে আছি রাজ্য সরকারের পুলিশ দ্বারা।"

ABOUT THE AUTHOR

...view details