জলপাইগুড়ি, 7 জানুয়ারি: "রাজ্য সরকারের প্রশ্রয়েই এই ধরনের ঘটনা ঘটছে !" জলপাইগুড়ির কাঁধে করে মৃতদেহ বহনের ঘটনায় (Jalpaiguri Dead Body Carry Controversy) ঠিক এই ভাষাতেই রাজ্য়ের সরকারকে কাঠগড়ায় তুললেন স্থানীয় সাংসদ তথা বিজেপি নেতা ডা. জয়ন্তকুমার রায় (Jayanta Kumar Roy) ৷ শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়ন্ত বলেন, "হাসপাতালে যা ঘটেছে, তার নিন্দার ভাষা নেই ৷ মানুষের মানবিকতা যখন তলানিতে গিয়ে ঠেকে, তখনই এমন ঘটনা ঘটে ! রাজ্য সরকারের প্রশ্রয়েই এমন সব ঘটনা ঘটছে ৷" যদিও এই ঘটনায় পালটা চক্রান্তের গন্ধ পাচ্ছেন জলপাইগুড়ি সদর বিধানসভা এলাকার বিধায়ক (তৃণমূল) তথা সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ডা. প্রদীপকুমার বর্মা ৷
প্রসঙ্গত, জলপাইগুড়ির ঘটনায় ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠেছে ৷ তার মধ্য়ে প্রথম প্রশ্নই হল, ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কেন সাহায্য করতেন এগিয়ে এল না ? হাসপাতালের এত কর্মীর সামনে দিয়ে মৃতদেহ কাঁধে তুলে বেরোলেন কীভাবে পরিবারের সদস্যরা ? প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালের সামনে অ্য়াম্বুল্যান্সচালকদের গা-জোয়ারি নিয়েও ৷ কার মদতে তাঁরা এমনটা করার সাহস পাচ্ছেন, সেই প্রশ্ন উঠছে নানা মহলে ৷ ঘটনার পর প্রশাসনের টনক নড়লেও, কেন এই ঘটনা ঘটতে দেওয়া হল, সেই প্রশ্নের জবাব মিলছে না ৷ তাছাড়া, সংবাদমাধ্যমের হাতে এই ঘটনার ছবি কীভাবে গেল, তা নিয়েও জলঘোলা শুরু হয়েছে ৷ আর এইসব কারণেই এই ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিধায়ক ৷