পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NJP-Guwahati Vande Bharat: জলপাইগুড়ি রোড স্টেশনে বন্দে ভারতের স্টপেজের দাবিতে রেলমন্ত্রীর দ্বারস্থ সাংসদ - সাংসদ জয়ন্ত কুমার রায়

জলপাইগুড়ি রোড স্টেশনে বন্দে ভারতের স্টপেজ দিতে হবে ৷ এই দাবি নিয়ে এবার রেলমন্ত্রীর দ্বারস্থ হলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় ৷ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটি পর্যন্ত রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চলবে (NJP-Guwahati Vande Bharat Express) ৷

NJP-Guwahati Vande Bharat Express ETV BHARAT
NJP-Guwahati Vande Bharat Express ETV BHARAT

By

Published : Mar 24, 2023, 8:19 PM IST

Updated : Mar 24, 2023, 8:30 PM IST

জলপাইগুড়ি, 24 মার্চ: রাজ্যে চালু হতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ৷ সেই ট্রেনের স্টপেজ দিতে হবে জলপাইগুড়ি রোড স্টেশনে ৷ এই দাবিতে রেলমন্ত্রীর দ্বারস্থ হলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় (Vande Bharat Express Stoppage at Jalpaiguri Road Station) ৷ আগামী এপ্রিল মাস থেকে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে ৷

উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত রেললাইনে পরিকাঠামো উন্নত করার জন্য কাজ করা হচ্ছে ৷ মূলত, 130 কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর জন্য এই কাজ করানো হচ্ছে ৷ সম্প্রতি জলপাইগুড়ি রোড স্টেশন পরিদর্শনে এসে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা জানিয়েছিলেন বন্দে ভারত এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত চালানোর জন্য তারা প্রস্তুত ৷

উল্লেখ্য, উত্তর-পূর্ব সীমান্ত রেলের এই রুটে রক্ষণাবেক্ষণের কাজ দেশের মধ্যে দুই নম্বরে আছে ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের রেললাইনের কাজ বর্তমানে হাই স্ট্যান্ডার্ড বলে রেল সূত্রে জানা গিয়েছে ৷ রেলের সেফটি ও ট্রেনের গতির নিরিখেও পরিস্থিতিও ভালো রয়েছে ৷ নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত রুটে বন্দে ভারত এক্সপ্রেস 130 কিলোমিটার গতিবেগে চালানোর লক্ষমাত্রা রাখা হয়েছে ৷

জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় জানিয়েছেন, রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে এটি ৷ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ট্রেনটি চালু হবে ৷ এর আগে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে ৷ এবার এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস ৷ তিনি দাবি করেছেন, সবার প্রথমে রাজ্যে দু’টি বন্দেভারত এক্সপ্রেস চালুর বিষয়ে সংসদে ও রেলমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন ৷

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লেখা জয়ন্ত কুমার অধিকারীর চিঠি

আরও পড়ুন:এনজেপি-গুয়াহাটি রুটে 130 কিমি প্রতি ঘণ্টায় বন্দে ভারত চালানোর প্রস্তাব রেল বোর্ডকে

তাঁর দাবি মতো একটি এনজেপি থেকে হাওড়া এবং অন্যটি এনজেপি থেকে গুয়াহাটি ৷ গতকাল তিনি রেলমন্ত্রীর অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দিল্লিতে দেখাও করেছেন বলে জানান ৷ সেখানে মন্ত্রীকে চিঠি দিয়ে জলপাইগুড়ি রোড ষ্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজের দাবি জানিয়েছেন ৷ তাঁর আশা সেই আবেদন মঞ্জুর হবে এবং জলপাইগুড়ি রোড স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস স্টপেজ পাবে ৷ নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেন চালু হওয়ার ফলে মানুষের সুবিধে হয়েছে ৷ সময় বাঁচছে অনেক ৷ এবার নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে উত্তর-পূর্ব ভারতের যাতায়াতের গতি বাড়বে ৷

Last Updated : Mar 24, 2023, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details