জলপাইগুড়ি, 24 মার্চ: রাজ্যে চালু হতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ৷ সেই ট্রেনের স্টপেজ দিতে হবে জলপাইগুড়ি রোড স্টেশনে ৷ এই দাবিতে রেলমন্ত্রীর দ্বারস্থ হলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় (Vande Bharat Express Stoppage at Jalpaiguri Road Station) ৷ আগামী এপ্রিল মাস থেকে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে ৷
উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত রেললাইনে পরিকাঠামো উন্নত করার জন্য কাজ করা হচ্ছে ৷ মূলত, 130 কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর জন্য এই কাজ করানো হচ্ছে ৷ সম্প্রতি জলপাইগুড়ি রোড স্টেশন পরিদর্শনে এসে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা জানিয়েছিলেন বন্দে ভারত এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত চালানোর জন্য তারা প্রস্তুত ৷
উল্লেখ্য, উত্তর-পূর্ব সীমান্ত রেলের এই রুটে রক্ষণাবেক্ষণের কাজ দেশের মধ্যে দুই নম্বরে আছে ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের রেললাইনের কাজ বর্তমানে হাই স্ট্যান্ডার্ড বলে রেল সূত্রে জানা গিয়েছে ৷ রেলের সেফটি ও ট্রেনের গতির নিরিখেও পরিস্থিতিও ভালো রয়েছে ৷ নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত রুটে বন্দে ভারত এক্সপ্রেস 130 কিলোমিটার গতিবেগে চালানোর লক্ষমাত্রা রাখা হয়েছে ৷