জলপাইগুড়ি, 13 নভেম্বর: চলন্ত বাসে হঠাৎই আগুনের ফুলকি ৷ আর মুহুর্তে সেই আগুনের ফুলকি লেলিহান শিখায় পরিণত হয়ে বাঁধল বিপত্তি ৷ কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচলেন বাসের চালক থেকে শুরু করে যাত্রীরা। দমকলের তৎপরতায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, যান্ত্রিক গোলযোগ নিয়েই বাসটি যাত্রা শুরু করেছিল ৷ তবে আগুনের মধ্যে যাত্রীরা কোনওরকমে নিজেরা পালাতে সক্ষম হলেও, অনেকেই নিজেদের ব্যাগ নামাতে পারেনি। আবার নামাতে গিয়ে আহত হয়েছে কয়েকজন।
সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার উল্লাডাবরিতে আচমকাই আগুন জ্বলে ওঠে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বানারহাট-জলপাইগুড়ির রুটের একটি বাসে। বাসটি নিমেষেই পুড়ে ছাই হয়ে যায়। সংস্থার জলপাইগুড়ি কার্যালয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, চলন্ত বাসটিতে আগুন লেগেছিল, তবে পরিবহণ কর্মী এবং যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক সংযোগ থেকেই এমন দুর্ঘটনা বলে মনে প্রাথমিকভাবে করা হচ্ছে।