জলপাইগুড়ি, 6 অক্টোবর: উমার বিসর্জনে গিয়ে মৃত্যু হল জলপাইগুড়ির বাসিন্দা প্রদীপ পণ্ডিতের বাড়ির উমার ৷ যা স্বপ্নেও হয়তো ভাবতে পারেননি বাড়ির কর্তা ৷ বুধবার বাড়ি থেকে প্রতিমা নিরঞ্জন দেখতে বেরিয়েছিলেন প্রদীপবাবু ৷ সেইমতো পরিবার নিয়ে গিয়েছিলেন মাল নদীতে । কিন্তু চোখের সামনে নদীতে ভেসে যেতে দেখলেন বৌদি এবং ভাইপোকে । পরিবারের দুই সদস্যকে উদ্ধার করে মাল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন (Mother and son died) ।
মাল নদীতে বির্সজনের সময় আসা হড়পা বানে মৃতদের মধ্যে রয়েছেন বিভা দেবী এবং অংশু পণ্ডিত (Durga Idol Immersion Accident) । বুধবার পরিবারের সঙ্গে তাঁরা এসেছিলেন প্রতিমা নিরঞ্জন দেখতে । কিন্তু যখন নদীতে দাঁড়িয়ে প্রতিমা বির্সজন দেখছিলেন আচমকাই জল বেড়ে গিয়ে তাঁদের ভাসিয়ে নিয়ে চলে যায় । পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।
সকালে দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয় বিভা দেবী এবং অংশ পণ্ডিতের ৷ পরিবারের সদস্য প্রদীপ পণ্ডিত বলেন, "এত বড় নদী এবং তার ভয়াবহতা সত্ত্বেও কীভাবে এই বির্সজনের আয়োজন করা হয় । প্রশাসনের গাফিতলির জন্য এই ঘটনা ঘটল ৷ যাঁদের পরিবারের লোকেরা মারা গিয়েছে তারাই জানে কী ক্ষতি হল ৷ প্রশাসনের তরফে কোনওরকম সাহায্য করা হয়নি (Durga Idol Immersion) ৷"