পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Monkey type Animal : জলপাইগুড়িতে উদ্ধার বাঁদর প্রজাতির প্রাণী - উদ্ধার বাঁদর প্রজাতির প্রাণী

জলপাইগুড়ি থেকে শিলিগুড়িগামী 31নং জাতীয় সড়ক থেকে উদ্ধার বানরের ন্যায় বিরল প্রজাতির চারটি প্রাণী (Monkey species rescued in Jalpaiguri)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উদ্ধার হওয়া চারটি প্রাণী বিরল লেমুর ।

Monkey type Animal news
উদ্ধার বাঁদর প্রজাতির প্রাণী

By

Published : May 10, 2022, 9:05 AM IST

জলপাইগুড়ি, 10 মে : উত্তরপূর্ব ভারত থেকে নেপালে যাবার পথে উদ্ধার বাঁদর প্রজাতির প্রাণী । অষ্ট্রেলিয়ান ক্যাঙ্গারুর পর এবার জলপাইগুড়ি শিলিগুড়িগামী 31নং জাতীয় সড়ক থেকে উদ্ধার বানরের ন্যায় বিরল প্রজাতির চারটি প্রাণী (Monkey species rescued in Jalpaiguri)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উদ্ধার হওয়া চারটি প্রাণী বিরল লেমুর । জানা গিয়েছে, উদ্ধার হওয়া প্রাণীগুলি মূলত ভিয়েতনাম ও কম্বোডিয়ায় দেখা যায় ।

উত্তরপূর্ব ভারত থেকে নেপালের দিকে যাওয়া একটি বাসে তল্লাশির সময় কাস্টমসের কর্মীরা অত্যাধুনিক খাঁচাতে থাকা এই চারটি প্রাণী উদ্ধার করেন । প্রশ্ন উঠছে প্রাণীগুলি কোথা থেকে আর কীভাবে এল ? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাচারের লক্ষ্যেই চারটি প্রাণীকে বিশেষ ধরণের খাঁচায় করে নিয়ে যাওয়া হচ্ছিল ।

উদ্ধার বাঁদর প্রজাতির প্রাণী

আরও পড়ুন :মাঝসমুদ্রে তিন মাস ধরে আটকে বাঁদর ! অবশেষে জেলেদের সাহায্যে উদ্ধার

জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি কাস্টমস বিভাগের নেপালগামী একটি বাস থেকে অত্যাধুনিক খাঁচাবন্দি চারটি লেমু প্রাণীকে উদ্ধার করা হয় । প্রাথমিকভাবে লেমুর মনে করা হলেও পাকাপাকিভাবে ওই প্রাণীগুলিকে এখনও সনাক্ত করা সম্ভব হয়নি । বর্তমানে ওই চারটি প্রাণীকে রাখা হয়েছে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে । প্রাণীগুলির সঠিক পরিচয় জানতে তৎপর বনকর্মীরা ।

ABOUT THE AUTHOR

...view details