জলপাইগুড়ি, 7 মে: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্য-রাজনীতিতে উত্তেজনার পারদ চড়ছে ৷ রবিবার এক নির্বাচনী কর্মীসভায় শাসক শিবিরকে লক্ষ্য করে আরও একবার তোপ দাগলেন সিপিএম রাজ্য সম্পাদক মহ: সেলিম। তাঁর কটাক্ষ, যে যে রাস্তা ধরে অভিষেকের তামাশা গিয়েছে সেখানেই মানুষ লাল ঝান্ডা ধরেছে।
এই প্রথম নয়, বিগত কয়েকদিন ধরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচিকে কটাক্ষ করছে বিরোধী শিবির । সেই মতো রবিবার ডুয়ার্সের নাগরাকাটায় এক নির্বাচনী কর্মিসভায় উপস্থিত হয়েছিলেন সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মহ: সেলিম। সভা থেকে তিনি তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন ৷ তাঁর কথয় ,"তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে। তৃণমূল-বিজেপির হাতে মহিলারা সুরক্ষিত নন। তৃণমূলের লোকেরা বিতশ্রদ্ধ হয়ে লাল ঝান্ডা ধরেছে ৷ মালদায় ধরেছে, মুর্শিদাবাদে ধরেছে, কোচবিহার ধরেছে, জলপাইগুড়িও ধরেছে।"
এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচিকেও কটাক্ষ করেন প্রবীণ সিপিএম নেতা ৷ তিনি বলেন, "কর্মসূচির নাম জোয়ার দেওয়া হয়েছে কিন্তু উত্তরবঙ্গের নদীতে কি জোয়ার-ভাটা হয়? ওটা সমুদ্রের ধারের নদীতে হয় ৷ সমুদ্র থেকে 100 কিলোমিটারের মধ্যে যে সমস্ত নদী রয়েছে সেগুলোতে হয়।" আসলে উত্তরবঙ্গ থেকেই নিজের কর্মসূচি শুরু করেন অভিষেক। সেই বিষয়টাকেই ঘুরপথে কটাক্ষ করলেন সেলিম।