জলপাইগুড়ি, 7 এপ্রিল : "সারদা-নারদায় অভিযুক্ত যে লোকটা আপনার মিটিং কন্ট্রোল করছে, সেই গদ্দার এখন আপনার পার্টির নেতা। তাকে পাশে নিয়ে আপনি সারদা-নারদা বলছেন। আপনার নেতা সারদা-নারদার নেতা।" চূড়াভাণ্ডারের সভা থেকে নাম না করে আজ মুকুল রায়কে গদ্দার বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নরেন্দ্র মোদিকেও আক্রমণ করলেন তিনি। বলেন, "তৃণমূল না খেয়ে থাকতে পারে কিন্তু তৃণমূল লোকের টাকা নিয়ে ধোঁকা দেয় না। আপনাদের মতো চোর, জোচ্চরের পার্টি তৃণমূল কংগ্রেস নয়। এটা মানুষের পার্টি।"
আজ জলপাইগুড়ির চূড়াভাণ্ডারে নির্বাচনী সভা করেন মমতা। বক্তব্য রাখতে গিয়ে শুরু থেকেই নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন তিনি। বলেন, "আমি অনেক প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি। কিন্তু, আপনার মতো এত বাজে কথা বলা প্রধানমন্ত্রী, অসৌজন্যমূলক প্রধানমন্ত্রী আগে দেখিনি। এত নিম্নমানের রুচি, এত নিম্নমানের ভাষা আগে দেখিনি। আপনি বলেছেন, তৃণমূল কংগ্রেস নাকি সারদা-নারদা পার্টি। এবার আমি আপনাকে বলব, জবাব চাই, জবাব দাও।"
কোচবিহারের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে নরেন্দ্র মোদি বলেছিলেন, "দিদি ভয় পেয়েছে।" চূড়াভাণ্ডারের সভা থেকে এর পালটা দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, "আপনি হাওলা মামলার নায়ককে নিয়ে মিটিং করছেন। আর বলছেন দিদি ভয় পেয়েছে। দিদি কি ভয় পাওয়ার লোক ? আপনারা তো জীবনে ছড়ির বাড়িও খাননি। আর দিদিকে তো মারতে মারতে পা থেকে মাথা পর্যন্ত মেরেছে। আমার সারা শরীর ক্ষতবিক্ষত।"