পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধুপগুড়িতে দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে বিধায়ক - ধুপগুড়ি দুর্ঘটনা

গতরাতে ময়নাগুড়ি-ধুপগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়কে বোল্ডারবাহী লরির সঙ্গে যাত্রীবাহী মারুতি ভ্যান ও টাটা ম্যাজিকের সংঘর্ষ। দুর্ঘটনায় 14 জনের মৃত্যু। আহত 17 জন ।

sourav chakrabarty
sourav chakrabarty

By

Published : Jan 20, 2021, 11:25 AM IST

ধুপগুড়ি, 20 জানুয়ারি : ধুপগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে এলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী । গতরাতে ময়নাগুড়ি-ধুপগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়কের জলঢাকা সেতু এলাকায় বোল্ডারবাহী লরির সঙ্গে তিনটি গাড়ির সংঘর্ষে 14 জনের মৃত্যু হয়েছে । আহত 17 জন। তাঁরা জলপাইগুড়ি সুপার স্পেটালিটি হাসপাতালে চিকিৎসাধীন । গতরাতেই তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়।

ধুপগুড়ি-ময়নাগুড়ির মধ্যবর্তী এশিয়ান হাইওয়ের জলঢাকা ময়নাতলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বোল্ডারবাহী একটি ট্রাক । এরপর ডানদিকে উলটে যায়। ওই সময় ভুল দিকে থেকে আসা অপর দুটি গাড়ি ওই ট্রাকে ধাক্কা মারে । দুর্ঘটনার জেরে বোল্ডার উলটে যায় ওই দুই গাড়িতে । ট্রাকের সামনে থাকা অপর একটি ছোট লরিও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত। মোট চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে । দুর্ঘটনায় 4 শিশু, 8 মহিলা এবং 2 জন পুরুষের মৃত্যু হয়েছে । আহত হন 17 জন। আজ তাঁদের হাসপাতালে দেখতে আসেন সৌরভ চক্রবর্তী ।

হাসপাতালে বিধায়ক সৌরভ চক্রবর্তী

আরও পড়ুন : ধুপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত 13

তিনি বলেন, এমন মর্মান্তিক দুর্ঘটনা আগে জলপাইগুড়িতে হয়নি । বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে । আমরা পরিবারের পাশে আছি । মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাব ।

ABOUT THE AUTHOR

...view details