জলপাইগুড়ি, 29 মার্চ : ভরা বাজারের মধ্যে হঠাৎই ভেঙে পড়ল একটি বিশালাকার গাছ (tree falls into market at Maynaguri) ৷ দুর্ঘটনায় জেরে প্রাণ হারল এক নাবালক (minor dies in maynaguri) ৷ মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের বৌলবাড়িতে ময়নাগুড়ি থেকে মালবাজারগামী ৩১ নং জাতীয় সড়কের পাশে ৷ মৃত নাবালকের নাম আয়ুস সাহা (8), বাড়ি ময়নাগুড়ির দক্ষিণ মাটিয়ালি গ্রামে । ঘটনার পর খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে ৷ গাছের তলা থেকে আয়ুসের দেহ বের করতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷
জানা গিয়েছে, মঙ্গলবার করে হাট বসে বৌলবাড়িতে ৷ ওই হাটে আয়ুসের মায়ের সবজির দোকান আছে ৷ এদিন মায়ের সঙ্গে দোকানে বসেছিল আয়ুসও ৷ তাকে সেখানে বসিয়ে রেখে কিছুক্ষণের জন্য মাছ কিনতে গিয়েছিলেন মহিলা ৷ সেই সময়ই ঘটে এই দুর্ঘটনা ৷ ভেঙে পড়ে গাছটি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী ৷ আয়ুসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷