জলপাইগুড়ি, 11 জুলাই: গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জিতলেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তীর ছোটমামী পুনম চক্রবর্তী ৷ তিনি জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন পাণ্ডাপাড়া এলাকার 17/155 নম্বর বুথ থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়েছিলেন ৷
যদিও ওই আসন থেকে মিমির মামিই যে জিতবেন, তা প্রায় নিশ্চিত ছিল ৷ কারণ, ছোট মামি তৃণমূলের হয়ে যেমন লড়েছেন, তেমনই কংগ্রেস ও সিপিএমের হয়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন আরও দুই মামি ৷ মেজমামি পর্ণা নাগ চক্রবর্তী প্রার্থী হয়েছিলেন সিপিএমের হয়ে ৷ আর বড় মামি কান্তা চক্রবর্তী কংগ্রেসের টিকিটে লড়াই করেছিলেন ৷
তাঁদের তিনজনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই ওই আসনের লড়াই নিয়ে আগ্রহ তুঙ্গে উঠেছিল ৷ মঙ্গলবার ফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় তৃণমূল প্রার্থী পুনম চক্রবর্তী পেয়েছেন 234 ভোট ৷ সিপিএম প্রার্থী পর্ণা নাগ চক্রবর্তী 94 ভোট পেয়েছেন ৷ আর কংগ্রেসের হয়ে ভোটে লড়া কান্তা চক্রবর্তী ভোট পেয়েছেন 217 ৷ ফলে মিমির বড় মামি কান্তাকে 17 ভোটে হারিয়েছেন ছোট মামি পুনম ৷