জলপাইগুড়ি, 11 এপ্রিল: ভিনরাজ্য থেকে এসে 14 দিনের হোম কোয়ারান্টাইন শেষ করলেন জেলার 8,200 জন শ্রমিক। এদিকে কোরোনার উপসর্গ নিয়ে গত এক সপ্তাহে কোনও রোগী জলপাইগুড়ির কোনও হাসপাতালে ভরতি হয়নি বলে জানাচ্ছে জেলা প্রশাসন। অন্যদিকে বিদেশ থেকে আসা 110 জনও তাঁদের হোম কোয়ারান্টাইন পিরিয়ড শেষ করেছেন সুস্থ ভাবেই।
লকডাউনের আগে ভিন রাজ্যে থেকে মোট 9,200 শ্রমিক জেলায় ফেরেন। এছাড়া 110 জন অন্য দেশ থেকে ফিরেছিলেন। ভিনরাজ্য থেকে আসা ওই শ্রমিকদের অধিকাংশই চা বাগান এলাকার বাসিন্দা। তবে, তাঁরা জেলায় ফেরার পর থেকেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। সেই শ্রমিকরাও সুস্থ আছেন বলেই দাবি জলপাইগুড়ি জেলা প্রশাসনের।