জলপাইগুড়ি, 2 জুন: ভিন রাজ্য থেকে কাজে আসা পরিযায়ী শ্রমিকদের চা বাগানের স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোয়ারানটিন রাখা হবে। এমনই নির্দেশ দিল জলপাইগুড়ি স্বাস্থ্য বিভাগ। এমনকী পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থাও করতে হবে চা বাগান মালিক কর্তৃপক্ষকে।
জানা গিয়েছে, ভিন রাজ্য থেকে অনেক পরিযায়ী শ্রমিক চা বাগানে কাজ করতে আসে। কিন্তু চা বাগানের মধ্যেই তাদের রাখা অসম্ভব। এদিন এবিষয়ে চা বাগান মালিক, চা শ্রমিক সংগঠন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গের OSD সুশান্ত রায়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামানিক সহ অন্যান্য চা বাগান মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।