ধুপগুড়ি, 19 মে : কর্মক্ষেত্র জলপাইগুড়ির ফালাকাটা । সুদূর উত্তর প্রদেশে ঘরবাড়ি ছেড়ে পেটের দায়ে এরাজ্যে রয়েছেন বহু পরিযায়ী শ্রমিক । কোরোনা সতর্কতায় সারা দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় আপাতত কর্মহারা । শেষমেশ সাইকেলে করে স্ত্রী-সন্তানসন্ততি নিয়ে নিজেদের বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন 21 জন পরিযায়ী । সেইমত বেরিয়েও পড়েছেন । টানা 22 কিমি পথ অতিক্রান্তের পর বিশ্রামের জন্য ধুপগুড়ির 2 নম্বর ব্রিজ এলাকার একটি মাঠে নেমে পড়েন । তা স্থানীয়দের চোখে পড়তেই বিপত্তি ঘটে ।
ফালাকাটা থেকে সাইকেলে উত্তরপ্রদেশ, রওনা শ্রমিকদের
ফালাকাটা থেকে উত্তরপ্রদেশে পাড়ি সাইকেলে । গোটা পরিবার নিয়ে সংকটে পরিযায়ী শ্রমিকেরা ।
পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের কথায়, ''লকডাউনের জেরে দীর্ঘ 2 মাস ফালাকাটায় আটকে পড়েছিলাম । আর্থিক ভাবে ভেঙে পড়েছি । অনাহারে কাটছে দিন । প্রশাসনের কাছে বাড়ি ফেরার আর্জি জানিয়েছিলাম, কিন্তু কোনও লাভ হয়নি ।'' সেকারণেই মঙ্গলবার সকালে সাইকেলে পাড়ি জমান তাঁরা । হঠাৎ বৃষ্টি নামায় ধুপগুড়ির 2 নম্বর ব্রিজ এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয় । পরে অবশ্য বৃষ্টি থামার পরে আবার সাইকেলে বেরিয়ে পড়ে গোটা পরিবার । অবশ্য প্রশাসনের তরফ থেকে কোনও ইতিবাচক ইঙ্গিত মেলেনি ।
স্থানীয় বাসিন্দাদের মত, ''বর্তমানে কোরোনা আতঙ্কে ভুগছে সকলেই । হঠাৎ ভিন রাজ্যের শ্রমিকদের দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় । আমাদের ঘন বসতিপূর্ণ এলাকায় জল কিংবা খাবার আনতে যাচ্ছেন তাঁরা । তাঁদের দাবি, প্রশাসন পরিযায়ী শ্রমিকদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করুক । ঘন জনবসতির কারণে সম্পূর্ণ এলাকা স্যানিটাইজ় করার ব্যবস্থা করা হোক ।''