জলপাইগুড়ি, 9 জানুয়ারি: ‘‘এটা নতুন তৃণমূলের ঘোষণা ৷’’ বিচারপতির বাড়িতে পোস্টার প্রসঙ্গে বললেন সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) । সোমবার জলপাইগুড়িতে (Jalpaiguri) সাংবাদিক সম্মেলন করেন সিপিএমের রাজ্য সম্পাদক সেখানেই তিনি এই কথা বলেন ৷ এদিন জলপাইগুড়ি ডিবিসি রোডের পার্টি অফিসে সিপিএমের জেলা কমিটির সঙ্গে বৈঠকও করেন মহম্মদ সেলিম ।
একই সঙ্গে বিজেপিকেও (BJP) কটাক্ষ করেছেন তিনি ৷ সেলিম বলেন, ‘‘বিজেপির আছে কী ! রিসাইকেল তৃণমূল (Trinamool Congress) । নাথিং এলস । শুভেন্দু থেকে শুরু করে সব হচ্ছে বস্তা পচা তৃণমূল । যা রিসাইকেল হয়েছে । যেমন পুরনো পাস্টিকের বোতল রেলের ধার থেকে কুড়িয়ে নিয়ে যায়, সেই রকম হয়েছে ।’’ অন্যদিকে তাঁর বার্তা, ‘‘লড়াইটা বামপন্থীদের সঙ্গে হবে । বিজেপি, তৃণমূল আলাদা ঝান্ডা নিতে পারে ৷ কে কখন কার ঝান্ডার নিচে যাচ্ছে, কেউ বলতে পারে না ।’’
প্রসঙ্গত, সোমবার সকালে দেখা যায় যে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে কিছু পোস্টার সাঁটানো হয়েছে ৷ সেখানে ওই বিচারপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে ৷ এই নিয়ে মহম্মদ সেলিমের বক্তব্য, ‘‘পোস্টারে লেখা কী আছে, কেন শুভেন্দু রক্ষাকবচ পেয়েছেন ? কেন অভিষেকের শ্যালিকা পাননি ? তাহলে বোঝা যাচ্ছে কে করেছে । আপনারা লিখেছিলেন নতুন তৃণমূল আসছে ৷ এটা হচ্ছে নতুন তৃণমূল ঘোষণা ।’’