পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Md Manik: সিভিকে নয়, মুখ্যমন্ত্রীর কাছে হোমগার্ডে চাকরি চাইলেন মহম্মদ মানিক

বিজয়া দশমীর রাতে মালবাজারের মাল নদীতে হড়পা বানে (Malbazar Flash Flood Accident) ভেসে যাচ্ছিলেন অনেকে । জীবনের ঝুঁকি নিয়ে বেশ কয়েকজনের জীবন বাঁচান তেশিমলার বাসিন্দা মহম্মদ মানিক ।

md-manik-asks-for-a-home-guard-job-from-bengal-cm-mamata-banerjee
Md Manik: সিভিকে নয়, মুখ্যমন্ত্রীর কাছে হোমগার্ডে চাকরি চাইলেন মহম্মদ মানিক

By

Published : Oct 18, 2022, 8:45 PM IST

Updated : Oct 18, 2022, 10:17 PM IST

জলপাইগুড়ি, 18 অক্টোবর: সিভিকে চাকরি নয়, মুখ্যমন্ত্রীর কাছে হোমগার্ডে চাকরি চাইলেন মহম্মদ মানিক (Md Manik) ।

মালবাজারের মাল নদীতে হড়পা বানে ভেসে যাচ্ছিলেন দর্শনার্থীরা (Malbazar Flash Flood Accident) । জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ে বেশ কয়েকজনের জীবন বাঁচিয়েছিলেন তেশিমলার বাসিন্দা মহম্মদ মানিক ।

এদিন মালবাজার আদর্শ বিদ্যাভবনে হড়পাবানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । সেখানে নিহতদের পরিবারের সদস্যদের চাকরির প্রস্তাব দেওয়ার পাশাপাশি উদ্ধারকারীদের চাকরির প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী । কে কী কাজ করতে চায়, মুখ্যমন্ত্রী একে একে সকলকেই জিজ্ঞাসা করেন ।

সেখানে কেউ পৌরসভায়, কেউ সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) হিসেবে, কেউ আবার ড্রাইভারের কাজ চান । আবার কেউ যে পেশায় রয়েছেন, সেই পেশা চালিয়ে যেতে চান বলে মুখ্যমন্ত্রীকে জানান । এদিকে মানিককে মুখ্যমন্ত্রী সিভিকের চাকরির প্রস্তাব দিলে মানিক হোমগার্ডে চাকরির আবেদন করেন । এরপর মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, ‘‘সুযোগ পেয়েছো চাকরিটা নিয়ে নাও ।’’

মুখ্যমন্ত্রীর কাছ থেকে সাহায্য নিচ্ছেন মহম্মদ মানিক

এদিন ইটিভি ভারতের মুখোমুখি হয়ে মানিক জানান, তিনি মুখ্যমন্ত্রীর কাছে হোমগার্ডে (Home Guard) চাকরি চেয়েছেন । মুখ্যমন্ত্রীর সামনে আসতে পেরে আপ্লুত মানিক । জীবনেও ভাবতে পারেননি মুখ্যমন্ত্রীকে এত কাছে পাব বলে ।

মুখ্যমন্ত্রীর কাছে হোমগার্ডে চাকরি চাইলেন মহম্মদ মানিক

আরও পড়ুন:মালবাজারের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চাকরি, উদ্ধারকারীদের 1 লক্ষ টাকা সাহায্য মুখ্যমন্ত্রীর

Last Updated : Oct 18, 2022, 10:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details