জলপাইগুড়ি, 13 জুলাই :পৌরসভায় উন্নীত হচ্ছে জলপাইগুড়ির ময়নাগুড়ি গ্রামপঞ্চায়েতের বেশ কিছু এলাকা ৷ ফলে পদ হারাচ্ছেন পঞ্চায়েতের বর্তমান প্রধান সজলকুমার বিশ্বাস ৷ পদ হারাতে হচ্ছে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অমিতাভ চক্রবর্তীকেও ৷ সূত্রের খবর, ময়নাগুড়ি গ্রামপঞ্চায়েতের 23 জন সদস্যের মধ্যে অধিকাংশের এলাকাই পৌরসভার অধীনে চলে যাচ্ছে ৷ বাদবাকি ছয় থেকে আটজন পঞ্চায়েত সদস্যের এলাকা শুধুমাত্র পৌরসভার আওতার বাইরে থাকছে ৷ আগামী দিনে এই সদস্যদের মধ্যে থেকেই নতুন পঞ্চায়েত প্রধান নির্বাচিত হবেন ৷ কোন কোন এলাকা পৌরসভার আওতায় আসছে, তা চিহ্নিতকরণের কাজ ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে।
জলপাইগুড়ি জেলার নবঘোষিত ময়নাগুড়ি পৌরসভার লোকসংখ্যা 45 হাজার 45 জন ৷ ময়নাগুড়ি পৌরসভার অন্তর্ভুক্ত হয়েছে ময়নাগুড়ি গ্রামপঞ্চায়েত এলাকার একটা বড় অংশ ৷ এছাড়াও দোমহনি-1 গ্রামপঞ্চায়েতের একাংশ, মাধবডাঙা গ্রামপঞ্চায়েতের কিছু এলাকা এবং খাগড়াবাড়ি-1 গ্রামপঞ্চায়েতের একাংশ পৌরসভায় উন্নীত হচ্ছে ৷ আপাতত ময়নাগুড়ি গ্রামপঞ্চায়েত কার্যালয় থেকেই পৌরসভার কাজকর্ম চলবে ৷ ময়নাগুড়ি পৌরসভার প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে জলপাইগুড়ি সদরের মহকুমাশাসক সুদীপ পালকে ৷
আরও পড়ুন :‘দৃষ্টিকটূ’ পোশাকে প্রবেশ নিষিদ্ধ, পৌরসভার নোটিসে বিতর্ক রাজপুর-সোনারপুরে
উল্লেখ্য, গত 6 জুলাই ময়নাগুড়ি পৌরসভায় প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার ৷ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, এই এলাকাকে পৌরসভায় উন্নীত করা হোক ৷ সেই দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা ৷ প্রশাসন সূত্রে খবর, ময়নাগুড়ি ও খাগড়াবাড়ি-1 গ্রামপঞ্চায়েতের অধিকাংশ অংশই পৌরসভার মধ্যে পড়ে যাচ্ছে ৷ সেই কারণেই বর্তমান পঞ্চায়েত প্রধান সজলকুমার বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সদস্য তথা খাগড়াবাড়ি-1 গ্রামপঞ্চায়েতের বাসিন্দা অমিতাভ চক্রবর্তীর পদ আর থাকছে না ৷