পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৌরসভায় উন্নীত ময়নাগুড়ি; এলাকা পুনর্বিন্যাসে পদ হারালেন পঞ্চায়েত প্রধান, কর্মাধ্যক্ষ - পদ হারালেন পঞ্চায়েত প্রধান

পৌরসভায় উন্নীত হচ্ছে ময়নাগুড়ি গ্রামপঞ্চায়েতের বেশ কিছু এলাকা ৷ এর জেরে পদ হারাচ্ছেন পঞ্চায়েতের বর্তমান প্রধান সজলকুমার বিশ্বাস ৷ তিনি জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতের 23 জন সদস্যের মধ্যে 15 জনের এলাকাই পৌরসভার অন্তর্ভুক্ত হচ্ছে ৷ বাকিদের নিয়ে আলাদা গ্রাম পঞ্চায়েত গঠন করা হবে ৷ একই কারণে পদ হারাতে হচ্ছে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অমিতাভ চক্রবর্তীকেও ৷

Moynaguri is upgrading from gram panchayat to municipality
পৌরসভায় উন্নীত ময়নাগুড়ি, এলাকা পুনর্বিন্যাসে পদ হারালেন পঞ্চায়েত প্রধান, কর্মধ্যক্ষ

By

Published : Jul 13, 2021, 9:36 PM IST

জলপাইগুড়ি, 13 জুলাই :পৌরসভায় উন্নীত হচ্ছে জলপাইগুড়ির ময়নাগুড়ি গ্রামপঞ্চায়েতের বেশ কিছু এলাকা ৷ ফলে পদ হারাচ্ছেন পঞ্চায়েতের বর্তমান প্রধান সজলকুমার বিশ্বাস ৷ পদ হারাতে হচ্ছে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অমিতাভ চক্রবর্তীকেও ৷ সূত্রের খবর, ময়নাগুড়ি গ্রামপঞ্চায়েতের 23 জন সদস্যের মধ্যে অধিকাংশের এলাকাই পৌরসভার অধীনে চলে যাচ্ছে ৷ বাদবাকি ছয় থেকে আটজন পঞ্চায়েত সদস্যের এলাকা শুধুমাত্র পৌরসভার আওতার বাইরে থাকছে ৷ আগামী দিনে এই সদস্যদের মধ্যে থেকেই নতুন পঞ্চায়েত প্রধান নির্বাচিত হবেন ৷ কোন কোন এলাকা পৌরসভার আওতায় আসছে, তা চিহ্নিতকরণের কাজ ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে।

জলপাইগুড়ি জেলার নবঘোষিত ময়নাগুড়ি পৌরসভার লোকসংখ্যা 45 হাজার 45 জন ৷ ময়নাগুড়ি পৌরসভার অন্তর্ভুক্ত হয়েছে ময়নাগুড়ি গ্রামপঞ্চায়েত এলাকার একটা বড় অংশ ৷ এছাড়াও দোমহনি-1 গ্রামপঞ্চায়েতের একাংশ, মাধবডাঙা গ্রামপঞ্চায়েতের কিছু এলাকা এবং খাগড়াবাড়ি-1 গ্রামপঞ্চায়েতের একাংশ পৌরসভায় উন্নীত হচ্ছে ৷ আপাতত ময়নাগুড়ি গ্রামপঞ্চায়েত কার্যালয় থেকেই পৌরসভার কাজকর্ম চলবে ৷ ময়নাগুড়ি পৌরসভার প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে জলপাইগুড়ি সদরের মহকুমাশাসক সুদীপ পালকে ৷

আরও পড়ুন :‘দৃষ্টিকটূ’ পোশাকে প্রবেশ নিষিদ্ধ, পৌরসভার নোটিসে বিতর্ক রাজপুর-সোনারপুরে

উল্লেখ্য, গত 6 জুলাই ময়নাগুড়ি পৌরসভায় প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার ৷ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, এই এলাকাকে পৌরসভায় উন্নীত করা হোক ৷ সেই দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা ৷ প্রশাসন সূত্রে খবর, ময়নাগুড়ি ও খাগড়াবাড়ি-1 গ্রামপঞ্চায়েতের অধিকাংশ অংশই পৌরসভার মধ্যে পড়ে যাচ্ছে ৷ সেই কারণেই বর্তমান পঞ্চায়েত প্রধান সজলকুমার বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সদস্য তথা খাগড়াবাড়ি-1 গ্রামপঞ্চায়েতের বাসিন্দা অমিতাভ চক্রবর্তীর পদ আর থাকছে না ৷

এই প্রসঙ্গে অমিতাভ চক্রবর্তী বলেন, ‘‘আমরা ময়নাগুড়ির সাধারণ মানুষ ৷ ময়নাগুড়ি পৌরসভায় উন্নীত হোক, সেটা সকলে চান ৷ আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক ৷ মুখ্যমন্ত্রী ময়নাগুড়িকে পৌরসভা করছেন, এতে আমিও খুশি ৷ তবে একটাই দুঃখ ৷ আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হয়ে আরও কাজ করতে চেয়েছিলাম ৷’’

ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সজলকুমার বিশ্বাস বলেন, ‘‘ময়নাগুড়ি পৌরসভা হচ্ছে, তাতে আমি খুশি ৷ আমাদের গ্রাম পঞ্চায়েতের 23 জন সদস্যের মধ্যে 15 জনের এলাকাই পৌরসভার অন্তর্ভুক্ত হচ্ছে ৷ বাকিদের নিয়ে আলাদা গ্রাম পঞ্চায়েত গঠন করা হবে ৷ আপাতত ময়নাগুড়ি গ্রামপঞ্চায়েতের একটি ঘরেই পৌরসভার কাজ শুরু হবে ৷’’

আরও পড়ুন :ভাঙা হবে বেআইনি বাড়ি, সিদ্ধান্ত বর্ধমান পৌরসভার

ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী বলেন, ‘‘পৌরসভা গঠিত হতে চলেছে ৷ ময়নাগুড়ির প্রধান ও একজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের এলাকা পৌরসভার অধীনে চলে যাচ্ছে ৷ ফলে বাদবাকি পঞ্চায়েত এলাকায় নতুন করে প্রধান ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নিয়োগ করা হবে ৷’’

উল্লেখ্য, 2014 সালে ময়নাগুড়িকে পৌরসভায় উন্নীত করার কথা ঘোষণা করা হয় ৷ কিন্তু, এতদিন তা বাস্তবায়িত হয়নি ৷ একুশের বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি শহরে ভোট প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ফের একবার ঘোষণা করেন, শীঘ্রই ময়নাগুড়িকে পৌরসভায় উন্নীত করা হবে ৷ সেই ঘোষণাই এবার বাস্তবায়িত করা হয় ৷ গত 6 জুলাই নোটিফিকেশন জারি করে জানানো হয়, মঙ্গলবার (13 জুলাই, 2021) থেকেই ময়নাগুড়ি পৌরসভা কার্যকর করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details