পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়িতে পানীয় জলের ব্যবস্থা মাড়োয়ারি যুব মঞ্চের - পানীয় জলের ব্যবস্থা

জলপাইগুড়ির দিনবাজারের পিসি শর্মা মোড়ে জলছত্রের ব্যবস্থা করল মাড়োয়ারি যুব মঞ্চ ৷ গরমে সাধারণ মানুষের কথা ভেবেই এই উদ্যোগ ৷ শহরের গুরুত্বপূর্ণ স্থানে ঠান্ডা ও গরম পানীয় জলের পরিষেবা পাওয়ায় খুশি স্থানীয়রাও ৷

পানীয় জলের ব্যবস্থা
পানীয় জলের ব্যবস্থা

By

Published : Mar 15, 2020, 1:11 AM IST

Updated : Mar 15, 2020, 6:57 AM IST

জলপাইগুড়ি, 15 মার্চ : জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা না করা হলেও পানীয় জলের ব্যবস্থা করল মাড়োয়ারি যুব মঞ্চ । পানীয় জলের উদ্বোধনে এলেন তৃণমূলের জেলা সভাপতি ও তৃণমূলের ওয়ার্ড কাউন্সিলররা । জলপাইগুড়ি দিনবাজারের পিসি শর্মা মোড়ে জলছত্র 'অমৃত ধারার' ব্যবস্থা করল মাড়োয়ারি যুব মঞ্চ (জলপাইগুড়ি গ্রেটার শাখা) । তাদের পক্ষ থেকে শহরের এই গুরুত্বপূর্ণ স্থানে ঠান্ডা ও গরম পানীয় জলের জলছত্র চালু হওয়ায় খুশি স্থানীয়রা । এদিনের ছোটো একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জলছত্রের উদ্বোধন হয় করা হয় । উপস্থিত ছিলেন টি ডাইরেক্টরেটের ভাইস চেয়ারম্যান কৃষ্ণ কুমার কল্যানী , জলপাইগুড়ি পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিপু শা, পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সন্দীপ মাহাত-সহ অন্যান্যরা ।

জলপাইগুড়ি মাড়োয়ারি যুব মঞ্চের জলপাইগুড়ি শাখার সম্পাদক আনন্দ আগরওয়াল বলেন, "আমরা জলপাইগুড়িতে নানা সমাজসেবামূলক কাজ করছি । কিন্তু আমরা লক্ষ্য করছিলাম দিনবাজার এলাকায় একটা বিনামূল্যে জলছত্রের দরকার । তাই আমরা জলপাইগুড়ি শহরের বুকে ঠান্ডা ও গরম পানীয় জলের একটা জলছত্র চালু করতে উদ্যোগী হয়েছি । জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান আমাদের যে জায়গায় আমাদের পানীয় জল প্রকল্পটি লাগাতে অনুমতি দিয়েছে এই জন্য আমরা খুব খুশি । জলপাইগুড়ি শহরের বুকে ব্যস্ততম দিনবাজার এলাকাতেই এই প্রকল্পটি চালু হওয়ায় সাধারন মানুষের উপকার হবে । দিনবাজারে পিসি শর্মা মোড়ে এই ঠান্ডা ও গরম পানীয় জলের প্রকল্পটি আজ চালু হল ।"

পানীয় জলের ব্যবস্থা মাড়োয়ারি যুব মঞ্চের

সংগঠনের সভাপতি আদিত্য সিতানি জানান, "সমবায়িকা আমাদের এই জলছত্র বসানোর জন্য জায়গা দিয়েছে ।" জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ মাহাত জানান, ভালো উদ্যোগ নিয়েছে মাড়োয়ারি যুব মঞ্চ । এই পানীয় জলের প্রকল্পের ফলে সাধারন মানুষের উপকৃত হবে ।

Last Updated : Mar 15, 2020, 6:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details