জলপাইগুড়ি, 8 অক্টোবর: হড়পা বানের হাত থেকে চার বছরের শিশুকে বাঁচিয়ে পণ্ডিত পরিবারের কাছে ভগবান সন্তু চৌধুরী নাম এক যুবক (Man Saved Child from Harpa Ban) । মালবাজারের মাল নদীর ঘাটে বিসর্জন চলাকালীন হড়পা বানে প্রচুর মানুষ ভেসে যান । অনেকে উদ্ধার হলেও হড়পা বানের জলে ভেসে মৃত্যু হয় 8 জনের । সেই সময় চার বছরের শিশুকে বাঁচায় সন্তু । আজ সন্তুকে সবার সামনে তুলে ধরেন শিশুটির পরিবার ।
মালবাজারের বিসর্জন ঘাটে ছিলেন মালবাজারের বাসিন্দা তথা সন্তু চৌধুরী । তিনি পেশায় সাংবাদিক ৷ হড়পা বানের সময় মালবাজার পুরসভার 2 নং বাজার রোডের বাসিন্দা অভিজ্ঞান পণ্ডিত (4) জলে পড়ে যায় । সে সময় সন্তু তাকে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন । প্রাথমিক চিকিৎসা করিয়ে তাকে তার পরিবারের হাতে তুলে দেন । আজ সন্তু বাচ্চাটির পরিবার সন্তুকে তাঁদের বাড়িতে ডেকে মিষ্টিমুখ করায় । তাঁরা এও জানান, সন্তু তাদের কাছে ভগবান । না-হলে তাঁদের পরিবারের সকলে যখন নদী থেকে উদ্ধার হয়েছিলেন তখন তারা তাদের শিশুটিকে পাচ্ছিলেন না । পরে সন্তু খোঁজ চালিয়ে তাঁদের সন্তানকে ফিরিয়ে দেন ।
আরও পড়ুন:হড়পায় ভেসে যাওয়াদের উদ্ধার, 4 'রিয়েল হিরো'কে সংবর্ধনা