জলপাইগুড়ি, 14 মে : তিন শিশুকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টাকে কেন্দ্র করে চাঞ্চল্য ময়নাগুড়িতে । ঘটনাটি ময়নাগুড়ির জল্পেশ কালিবাড়ি এলাকার। নিজের দুই মেয়ে পায়েল দেবনাথ, কোয়েল দেবনাথ ও শ্যালকের ছেলে রাজেশ দেবনাথকে বিষ খাইয়েছেন বলে অভিযোগ উঠেছে স্বপন দেবনাথের বিরুদ্ধে।
তিন শিশুকে বিষ খাইয়ে মারার চেষ্টা, আটক ব্যক্তি
দুই সন্তান ও শ্যালকের ছেলেকে বিষ খাওয়ানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ময়নাগুড়ির জল্পেশের। গুরুতর অসুস্থ তিন শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
moinagudi
জিজ্ঞাসাবাদের জন্য স্বপনকে আটক করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। স্বপনের সঙ্গে তার স্ত্রীর বনিবনা নেই। দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছে। সেই কারণেই তিন শিশুকে স্বপন বিষ খাইয়েছে বলে মনে করছে তার শ্যালক মানিক দেবনাথ।
গুরুতর অসুস্থ শিশুদের প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়। তারপর সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। পায়েলকে রাখা হয় সুপার স্পেশালিটি হাসপাতালে, কোয়েল ও রাজেশ জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
Last Updated : May 15, 2019, 12:25 AM IST