পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জমি বিবাদের জেরে খুন যুবক, পুলিশ সুপারের বক্তব্যে বিতর্ক - land dispute

জমি বিবাদ নিয়ে সমস্যা সমাধানের নামে বাপিকে নিজের বাড়িতে ডেকেছিল বিপ্লব ৷ বাড়ির সামনে তাদের মধ্যে কথোপকথন চলাকালীন রাস্তার উপর নিজের লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে গুলি করে বাপিকে ৷ তারপরই সেখান থেকে চম্পট দেয় বিপ্লব ৷

land dispute
জমি বিবাদ

By

Published : Jan 24, 2020, 10:25 PM IST

জলপাইগুড়ি, 24 জানুয়ারি : জমি বিবাদের জেরে গুলি করে খুন যুবককে ৷ ঘটনায় ধৃত এক, পলাতক মুল অভিযুক্ত । আলিপুরদুয়ারে এক নম্বর ওয়ার্ডের অরবিন্দ নগরের ঘটনা । মৃত যুবকের নাম বাপি পণ্ডিত (25)।

বাপি পণ্ডিত আলিপুরদুয়ার থানার অন্তর্গত পূর্ব ভোলারডাবরির বাসিন্দা । গতকাল রাতে বাপিকে নিজের বাড়িতে ডাকে ওই পাড়ার বাসিন্দা বিপ্লব বসাক ৷ পুলিশ সূত্রে খবর, তাঁদের মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিবাদ চলছিল ৷ অনুমান সেই সমস্যা সমাধানের নামে বাপিকে নিজের বাড়িতে ডেকেছিল বিপ্লব ৷ বাড়ির সামনে তাদের মধ্যে কথোপকথন চলাকালীন রাস্তার উপর নিজের লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে গুলি করে বাপিকে ৷ তারপরই সেখান থেকে চম্পট দেয় বিপ্লব ৷

পুলিশ সুপারের বক্তব্যকে ঘিরে বিতর্ক

আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, "পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের কারণেই বিপ্লব বসাক তার লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে বাপিকে ডেকে নিয়ে এসে গুলি করে পালিয়ে যায় । বিপ্লবের খোঁজে তল্লাশি শুরু করেছে ।" এরপরই পুলিশ সুপার দাবি করেন, "অভিযুক্ত বিপ্লব সক্রিয় BJP কর্মী । আমরা ঘটনার তদন্ত শুরু করেছি ।কী কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে ।"

যদিও BJP-র জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা জানিয়েছেন, "অভিযুক্ত তাদের ভোটার হতে পারে ৷ কিন্তু কোনও পদে নেই । পুলিশ সুপার রাজনৈতিক নেতার মতো কথা বলছেন ।"

ABOUT THE AUTHOR

...view details