পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Murder Case: স্ত্রী খুনে অভিযুক্ত স্বামী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি শাশুড়ি - হত্যা

স্ত্রীকে খুনে অভিযুক্ত ব্যক্তি ৷ গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন অভিযুক্তের শাশুড়ি ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি থানা এলাকায় ৷ পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷

Jalpaiguri Murder Case ETV BHARAT
Jalpaiguri Murder Case

By

Published : Jun 20, 2023, 8:57 PM IST

জলপাইগুড়ি, 20 জুন: স্ত্রী এবং শাশুড়িকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়িতে ৷ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্তের স্ত্রী মিতালি সরকারের মৃত্যু হয়েছে ৷ ঘটনায় মিতালি দেবীর মা কল্পনা সরকার আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসরপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্ত সুদীপ ভৌমিক ঘটনার পর থেকে পলাতক ৷

এই ঘটনায় নিহত মিতালি সরকারের দাদা অভীক সরকার জানিয়েছেন, একমাস আগে তাঁর মামার মৃত্যু হয় ৷ তারপর থেকে মামাতো দিদি মিতালি এবং তাঁর স্বামী শাশুড়ির সঙ্গে থাকছিলেন ৷ কিন্তু, আজ সকালে দু’জনের মধ্যে কোনও বিষয় তর্কাতর্কি হয় ৷ অভিযোগ ঝগড়ার মাঝেই সুদীপ ভৌমিক তাঁর স্ত্রী এবং শাশুড়ির উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হন ৷ মিতালি এবং তাঁর মাকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করেন ৷ তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে চলে আসেন ৷ সেই সময় সুদীপ সেখান থেকে পালিয়ে যান ৷

প্রতিবেশীরাই মিতালি সরকার এবং তাঁর মাকে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ সেখানেই মিতালি সরকারের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ কল্পনা সরকার গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৷ মৃত মিতালি সরকার এবং সুদীপ ভৌমিকের একটি চার বছরের সন্তান রয়েছে ৷ মিতালির পিসতুতো দাদা অভীক জানিয়েছেন, দু’জনের মধ্যে কোনও সমস্যা ছিল না ৷ কিন্তু, আজ সকালে হঠাৎ করে কী ঘটল, তা তিনি বা প্রতিবেশী কেউ বলতে পারছেন না ৷

আরও পড়ুন:বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা স্ত্রী'র

পুলিশ মিতালি সরকারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ একটি খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ময়নাগুড়ি থানার তদন্তকারী আধিকারিক আইসি তমাল দাস জানিয়েছেন, তাঁরা তদন্ত শুরু করেছেন ৷ অভিযুক্ত সুদীপ ভৌমিককে গ্রেফতার না করা পর্যন্ত, খুনের কারণ বলা সম্ভব নয় ৷ তবে, সুদীপ ভৌমিক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details