পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়িতে ৯০ হাজার টাকা ছিনতাই করতে গিয়ে ধৃত ব্যক্তি - জলপাইগুড়ি

ছিনতাই করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 90 হাজার টাকা, একটি বন্দুক ও দু'রাউন্ড গুলি । জলপাইগুড়ি শহরের কদমতলার মিউনিসিপালিটি মার্কেটের সামনে ঘটনাটি ঘটে ।

ধৃত ব্যক্তি

By

Published : Aug 30, 2019, 7:53 PM IST

Updated : Aug 30, 2019, 8:09 PM IST

জলপাইগুড়ি, 30 অগাস্ট : ছিনতাই করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি । ধৃতের নাম দেবানন্দ সিং । বাড়ি বিহারে । তার কাছ থেকে উদ্ধার 90 হাজার টাকা, একটি বন্দুক ও দু' রাউন্ড গুলি ।

দেবানন্দের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে হরিয়ানার নম্বরের একটি বাইকও । জলপাইগুড়ি শহরের কদমতলার মিউনিসিপালিটি মার্কেটের সামনে ঘটনাটি ঘটে । অভিযুক্তকে আটক করেছে জলপাইগুড়ি থানার পুলিশ ।

পেশায় ব্যবসায়ী রায়কত পাড়ার বাসিন্দা জয়দীপ মুখোপাধ্যায় উকিলপাড়ার এক ব্যাঙ্ক থেকে টাকা তোলেন । টাকা বাইকের ডিকিতে রাখেন । এরপর তিনি কিছুটা দূরে এক পরিচিতর বাড়ি যান । টাকা বাইকের ডিকিতেই রেখে যান । হঠাৎ জয়দীপ একটা আওয়াজ শুনে বাইরে এসে দেখেন অভিযুক্ত দেবানন্দ টাকা বের করে পালাতে যাচ্ছে । সেই সময় জয়দীপ দৌড়ে গিয়ে ধরে ফেলেন । দেবানন্দ ব্যাঙ্ক থেকে জয়দীপের উপর নজর রাখছিল বলে পুলিশের অনুমান ।

জয়দীপ বলেন, "আমি ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে আমার মোটর বাইকের ডিকিতে রেখেছিলাম । তারপর বাইক নিয়ে কিছুটা দূরে এক পরিচিতের বাড়িতে ঢুকি । হঠাৎ একটা আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখি আমার বাইকের ডিকি খোলা । দেখি একটা হেলমেট পরা লোক বাইকে স্টার্ট দিতে যাচ্ছে । আমি দৌড়ে গিয়ে তাকে ধরি । এরপর চোর চোর বলে চিৎকার করাতে স্থানীয়রা দৌঁড়ে এসে ওই ব্যক্তিকে ধরে ফেলে । এরপর ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।"

জলপাইগুড়ি থানার IC বিশ্বাশ্রয় সরকার বলেন, "ছিনতাই করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । তার কাছ থেকে ৯০ হাজার টাকা, বন্দুক ও গুলি উদ্ধার হয়েছে ।"

Last Updated : Aug 30, 2019, 8:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details