পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়িতে ডাইনি অপবাদে পিটিয়ে খুন, গ্রেপ্তার 7 - ময়নাতদন্ত

স্থানীয়দের দাবি, তন্ত্রসাধনা করত মোঙ্গরা ওরাঁও । এই সন্দেহ থেকেই তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে ৷ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

beaten to death
beaten to death

By

Published : Dec 10, 2020, 8:33 PM IST

জলপাইগুড়ি, 10 ডিসেম্বর : ডাইনি অপবাদে এক বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । মৃতের নাম মোঙ্গরা ওরাঁও । ডুয়ার্সের নাগরাকাটার ভগতপুর চাবাগানের ময়নাখোলা এলাকার ঘটনা । সাত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নাগরাকাটা থানার পুলিশ ।

বুধবার রাতে ঘুমন্ত অবস্থায় মোঙ্গরাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা । প্রায় তিন কিলোমিটার দূরে নিয়ে গিয়ে একটি মাঠে মারধর করা হয় তাঁকে ৷ পরে উদ্ধার করে নাগরাকাটার শুলকাপাড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় সম্প্রতি কয়েকজনের মৃত্যু হয়েছে । স্থানীয়দের দাবি, তন্ত্রসাধনা করত মোঙ্গরা ওরাঁও । এই সন্দেহ থেকেই তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে ৷ ডাইনি সন্দেহে পিটিয়ে খুনের ঘটনায় নাগরাকাটা থানার পুলিশ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে ৷

জলপাইগুড়ি সদর হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে নাগরাকাটা থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details