পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাচারের আগেই টিয়াসহ টাস্ক ফোর্সের হাতে ধৃত মূলচক্রী - বনটিয়া

আগেও কয়েকবার ধরার চেষ্টা করা হয়েছিল টিয়া পাচার চক্রের সঙ্গে যুক্ত মহম্মদ উকিল ৷ সেবার বাড়িতে হানা দিয়েও তার সন্ধান পায়নি পুলিশ ৷ এবার পাচারের আগেই টিয়া-সহ টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ল মূলচক্রী ৷

Jalpaiguri
ধৃত পাখি পাচারের মূলচক্রী

By

Published : Feb 5, 2020, 5:25 AM IST

Updated : Feb 5, 2020, 7:57 AM IST

জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি : জলপাইগুড়ির ঘোড়া মোড় এলাকা থেকে টিয়াপাখি পাচার করতে গিয়ে গ্রেপ্তার এক ব্যক্তি ৷ উদ্ধার 11 টি টিয়াপাখি ৷ ধৃতের নাম মহম্মদ উকিল ৷ জানা গেছে, শিলিগুড়ির কয়েকজন পাখি ব্যবসায়ীর সঙ্গে যোগ রয়েছে ওই ব্যক্তির ৷ 3 ফেব্রুয়ারি উত্তরবঙ্গের বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তের নেতৃত্বে বিশেষ অভিযানে উদ্ধার হয় পাখিগুলি ৷

উত্তরবঙ্গের বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত গতকাল জানান, "দীর্ঘদিন থেকেই আমাদের কাছে খবর আসে নেপালে টিয়াপাখি পাচার করা হবে । গোপন সূত্রে খবর পেয়ে রাতে 3 ফেব্রুয়ারির রাতে অভিযান চালানো হয় । ঘোড়া মোড়ে থেকে আমরা মহম্মদ উকিল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করি । একটি বাক্সে করে টিয়াপাখিগুলিকে নেপালে পাচার করা হচ্ছিল । আমাদের কাছে এই মহম্মদ উকিলের নাম বার বার উঠে আসছিল । তাকে আমরা ধরতে পারছিলাম না । গতকাল তার কাছ থেকে 11টি বাচ্চা টিয়াপাখি উদ্ধার হয়েছে । "

পাখি উদ্ধার নিয়ে কী বলছেন উত্তরবঙ্গের বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান

ধৃত মহম্মদ উকিলই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে পাখি পাচারচক্রের মূল পাণ্ডা বলে মনে করছেন টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত ৷ তাকে গ্রেপ্তারের পর পাখি পাচারের ঘটনা অনেকটাই কমবে বলে মনে করছেন সঞ্জয়বাবু ৷

Last Updated : Feb 5, 2020, 7:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details