পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: নির্বাচনী প্রচারে তিনদিনের উত্তরবঙ্গ সফরে মমতা - তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিন দিনের জন্য এই সফর মুখ্যমন্ত্রীর ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 25, 2023, 12:00 PM IST

কোচবিহার ও জলপাইগুড়ি, 25 জুন: তিনদিনের জন্য উত্তরবঙ্গের সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার বিকেলে কলকাতা থেকে কোচবিহারে এসে পৌঁছবেন মমতা। এরপর আগামিকাল ও পরশু কোচবিহার ও জলপাইগুড়িতে সভা করবেন মুখ্যমন্ত্রী । কোচবিহারের একটি হোটেলে রাত্রিবাস করবেন । আগামিকাল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দুই জেলায় প্রস্তুতি তুঙ্গে ৷

সোমবার কোচবিহার এক নম্বর ব্লকের চান্দামারী গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাণনাথ হাই স্কুলের ময়দানে জনসভার আয়োজন করেছন তৃণমূল নেত্রী । এরপর মঙ্গলবার জলপাইগুড়ির ক্রান্তিতে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজাগরণ কর্মসূচির সূচনা করেছিলেন কোচবিহার থেকে ৷ পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রীও কোচবিহার থেকে প্রচার সভা শুরু করবেন । এরপর জলপাইগুড়ির চেকেন্দা ভান্ডারির মাঠে সভার আয়োজন করা হয়েছে ৷ সেই মাঠ থেকেই প্রাচার শুরু করবেন মুখ্যমন্ত্রী ৷ প্রসঙ্গত, এই মাঠেই রাত্রিযাপন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এই প্রসঙ্গেই বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে আজ কোচবিহার পৌঁছবেন ৷ শহরের একটি হোটেলের রাত্রি বাস করবেন । সোমবার প্রাণনাথ হাই স্কুলের মাঠে জনসভায় যোগ দেবেন । সোমবার বিকেলে কোচবিহার থেকে সভা করে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে মেটেলি ব্লকের টিয়াবনের মাঠে হেলিপ্যাডে নামবেন । এরপর তিনি একটি বেসরকারি রিসর্টে রাত্রিযাপন করবেন । 27 তারিখ জলপাইগুড়ি জেলায় নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জনসভার মাধ্যমে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে ভোট প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পডু়ন:এত শান্তিতে মনোনয়ন আগে কখনও হয়নি, পঞ্চায়েত নির্বাচন নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের জেলাপরিষদের 20 নম্বর আসনের জেলাপরিষদের প্রার্থী কৃষ্ণা রায়ের নির্বাচনী এলাকায় মুখ্যমন্ত্রী জনসভা করবেন । তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, "আমাদের জেলার সমস্ত প্রার্থীরা এই জনসভায় যোগ দেবেন । অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে কর্মসূচীতে রাত্রিযাপন করেছিলেন সেখানেই মুখ্যমন্ত্রী সভা করবেন । সভায় লক্ষাধিক কর্মী সমর্থকের উপস্থিত থাকতে পারে ৷ "

ABOUT THE AUTHOR

...view details